বাংলা হান্ট ডেস্ক: পাহেলগাঁও হামলার যোগ্য জবাব দিতে বুধবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতীয় বিমানবাহিনী অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় “অপারেশন সিঁদুর”। ইতিমধ্যেই এই সফল অভিযানের বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের সফল ব্যক্তিরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ঠিক এই আবহে এই সামনে এসেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) প্রতিক্রিয়াও।
কী জানিয়েছেন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar):
২২ গজে দাপট দেখানো সচিন (Sachin Tendulkar) পাকিস্তানের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে মাত্র ২২ টি শব্দ ব্যবহার করেছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওই ২২ টি শব্দ ভারতের শক্তিকে বর্ণনা করে। পাশাপাশি, ওই শব্দগুলি দেশের ঐক্য ও অখণ্ডতার উপলব্ধি করাতেও সাহায্য করে।
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
Jai Hind #OperationSindoor
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
২২ শব্দে পাকিস্তানকে বুঝিয়ে দিলেন সচিন: জানিয়ে রাখি যে, সচিন (Sachin Tendulkar) তাঁর “এক্স” হ্যান্ডলে পাকিস্তানকে এই বার্তা দিয়েছেন যে, “পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যখনই আমরা সন্ত্রাস বা সন্ত্রাসবাদের মুখোমুখি হব, আমরা একটি দল হিসেবে দাঁড়াব।” তিনি আরও জানান যে, ভারতের শক্তি অপরিসীম এবং দেশের ঐক্য তার নির্ভীকতার প্রমাণ। ভারতের ঢালের কথা বলতে গেলে, এটি তার জনগণ। জয় হিন্দ।”
India takes a stand against terrorism. भारत माता की जय!
— Shikhar Dhawan (@SDhawan25) May 7, 2025
ধাওয়ানও দিয়েছেন বার্তা: সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পাশাপাশি আরও অনেক ভারতীয় ক্রিকেটার নিজেদের প্রতিক্রিয়া জানান। সম্প্রতি ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান শাহীদ আফ্রিদিকে ভারতীয় সেনাবাহিনীর সমালোচনা করার জন্য যোগ্য জবাব দিয়েছিলেন। এখন যখন ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি প্রদর্শন করেছে, তখন ধাওয়ান গর্বের সাথে জানান যে, “যারা সন্ত্রাসবাদ ছড়ায় তাদের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেবে। ভারত মাতা কি জয়।”
Jai Hind! pic.twitter.com/dTN5Cm8yiX
— Gautam Gambhir (@GautamGambhir) May 7, 2025
অপারেশন সিঁদুরের সাফল্য সম্পর্কে গৌতম গম্ভীর কী জানান: ভারতীয় বিমান বাহিনীর এই পদক্ষেপের পর গর্বিত বোধ করছেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরও। তিনি অপারেশন সিঁদুরের সাফল্যে জানান “জয় হিন্দ”।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: