বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলকে (India National Cricket Team) আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। বর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফলই ঠিক করবে টিম ইন্ডিয়া টানা তৃতীয়বারের মতো ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কি না? সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়াকে এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিততে হবে। তবেই তারা অন্য কোনও দলের ফলাফলের ওপর নির্ভর না করে সরাসরি ফাইনালে উঠতে সক্ষম হবে।
অস্ট্রেলিয়ার জিততে হবে ভারতকে (India National Cricket Team):
এমতাবস্থায়, এই সিরিজ যে ভারতীয় দলের (India National Cricket Team) জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের ঠিক আগে হোম টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। এরপরই প্রবল সমালোচনার মুখে পড়েন দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে, অস্ট্রেলিয়া সিরিজের আগে হেড কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলন করে মিডিয়ার কঠিন প্রশ্নের উত্তর দেন। গম্ভীরের এই সাংবাদিক সম্মেলনের পরে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর “এক্স” মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেটি তুমুল ভাইরাল হওয়ার পাশাপাশি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: সত্যি হতে চলেছে রতন টাটার স্বপ্ন! বদলে যাবে ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সামনে এল বড় পরিকল্পনা
সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, “আমি এইমাত্র গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স দেখেছি। আমি মনে করি BCCI-এর উচিত তাঁকে এই ধরণের দায়িত্ব থেকে দূরে রাখা। তার প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি এবং তাঁর শব্দচয়ন উপযুক্ত নয়। রোহিত শর্মা এবং অজিত আগরকার মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি।”
আরও পড়ুন: “টিম ইন্ডিয়ার জন্য নয়, IPL-এর প্রস্তুতি নিতে খেলছেন পান্ডিয়া”, হার্দিকের বিরুদ্ধে এবার উঠল বড় অভিযোগ
এদিকে, এই পোস্টের পরে ক্রিকেট অনুরাগীরা সঞ্জয় মঞ্জরেকরকে তীব্রভাবে ট্রোল করেছেন এবং তাঁকে রবীন্দ্র জাদেজার পুরোনো টুইটের কথাও মনে করিয়ে দিয়েছেন। জানিয়ে রাখি যে, সাংবাদিক সম্মেলনের সময়, গম্ভীর বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্মের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং কেএল রাহুলের উপর পূর্ণ আস্থাও দেখিয়েছিলেন। এর পাশাপাশি, গম্ভীর রিকি পন্টিংয়েরও সমালোচনা করেন। পন্টিং বিরাটের ফর্ম নিয়ে কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে গম্ভীর কড়া জবাব দেন।