মেসিকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে প্রস্তুত কলকাতা! আসছেন শাহরুখও, অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

What did Shah Rukh Khan say about Lionel Messi's event?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের দুনিয়ায় অন্যতম কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফরের দিন প্রায় উপস্থিত। তাঁর GOAT সফর আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। মেসি তাঁর ভারত সফরে ৪ টি শহর পরিদর্শন করবেন। সেগুলি হল কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি। এই সফরে বেশ কয়েকটি জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, মেসি এবারের ভারত সফরে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করবেন। ঠিক এই আবহেই বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন।

কী জানিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan):

বৃহস্পতিবার, কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন যে, তিনি আগামী ১৩ ডিসেম্বরের ইভেন্টের জন্য কলকাতায় আসছেন। শাহরুখ পোস্ট করেছেন, “এবার আমি কলকাতায় আমার নাইটের পরিকল্পনা করছি না… এবং আমি আশা করছি সেদিনের রাইড সম্পূর্ণরূপে ‘মেসি’ হবে। ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে দেখা হবে।”

জানিয়ে রাখি যে, আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের গৌরব এনে দেওয়া লিওনেল মেসি আগামী ১৩ ডিসেম্বর রাত ১ টা বেজে ৩০ মিনিটে কলকাতায় অবতরণ করবেন। ১৩ ডিসেম্বর তাঁর বেস ব্যস্ত শিডিউল রয়েছে। ওই দিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে তাঁর অনুষ্ঠানের সফর শুরু হবে। কলকাতায় মেসি গোট কাপ এবং একটি কনসার্টে যোগ দেবেন। এছাড়াও, ৭০ ফুট লম্বা নিজের একটি মূর্তি উন্মোচন করবেন। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিংবদন্তি ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার সঙ্গেও দেখা করবেন।

আরও পড়ুন: মালিক ও কোম্পানি মার্কেটে ২ বছরের জন্য ব্যান! তবুও, ৭ দিনে এই শেয়ারে ৫৭ শতাংশের বৃদ্ধি

বিশ্বকাপজয়ী অধিনায়ক তারপর হায়দরাবাদের উদ্দেশ্যে উড়ে যাবেন। হায়দরাবাদে, মেসি রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। রদ্রিগো (ডি পল) এবং লুইস সুয়ারেজও ফুটবল ক্লিনিকের অংশ হবেন। তাঁরা ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন এবং অনুপ্রাণিত করবেন।

আরও পড়ুন: বন্ধ হয়েছে ৩.০২ কোটি ভুয়ো ID! টিকিট বুকিং সিস্টেমকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের

হায়দ্রাবাদের তাঁর অনুষ্ঠানের পর, মেসি মুম্বাই এবং তারপর দিল্লি যাবেন। জানিয়ে রাখি যে, GOAT India Tour 2025 একটি প্যান-ইন্ডিয়া উদযাপন হিসেবে ডিজাইন করা হয়েছে। যা ১৩ ডিসেম্বর কলকাতা এবং হায়দরাবাদ থেকে শুরু হবে। পাশাপাশি, ১৪ ডিসেম্বর মুম্বাই এবং ১৫ ডিসেম্বর দিল্লিতে শেষ হবে।