বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা। এই দিনটা দেখার জন্যই অপেক্ষায় ছিলেন শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। অবশেষে এল সে দিন। জাতীয় পুরস্কার উঠল শাহরুখ খানের হাতে। ‘জওয়ান’ ছবির হাত ধরেই কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার পেলেন তিনি। মঙ্গলবার দিল্লি গিউ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন কিং খান। কিন্তু এতদিন পরে পুরস্কার পেয়েও ভাগ করে নিতে হল মূল্য।
প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ (Shahrukh Khan)
এদিন দিল্লিতে গিয়ে নিজে হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ (Shahrukh Khan)। তবে পুরস্কার মূল্যের সম্পূর্ণটা তিনি পাবেন না। নিয়ম অনুযায়ী, জাতীয় পুরস্কার প্রাপকদের একটি পদক, স্মারক এবং সঙ্গে পুরস্কার মূল্য হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু কিং খান পাবেন ১ লক্ষ টাকা। কেন?
সুটে দেখা গেল শাহরুখকে: আসলে এ বছর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার ভাগাভাগি হয়ে গিয়েছে শাহরুখ (Shahrukh Khan) এবং বিক্রান্ত মাসের মধ্যে। ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বিক্রান্ত। তাই অর্ধেক পুরস্কার মূল্য পাবেন তিনি। এদিন কালো স্যুটে দেখা মিলল শাহরুখের (Shahrukh Khan)। চোখে সানগ্লাস, কাঁচা পাকা চুলে অত্যন্ত সুপুরুষ দেখাচ্ছিল তাঁকে।
আরও পড়ুন : নাম শুনলে ভক্তি জাগবে না মনে, কিন্তু স্বাদে অবিকল ইলিশ! কম দামে এই মাছ কিনতে হুড়োহুড়ি
শুভেচ্ছা জানালেন সুহানা: সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি শেয়ার করেছেন মেয়ে সুহানা খান। তিনি লিখেছেন, ‘তুমি সবসময় বলতে, রূপো জেতোনি, সোনা পাওনি। কিন্তু এই রূপোটাই সোনা। তোমাকে সম্মানীয় জাতীয় পুরস্কার পেতে দেখে আমরা খুব খুশি, তোমাকে শুভেচ্ছা জানাই বাবা’। এদিন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান রানি মুখার্জি।
আরও পড়ুন : পাতালপথে চলুক পুজো পরিক্রমা, পঞ্চমী থেকে দশমী কখন থেকে কখন মিলবে মেট্রো পরিষেবা? এল আপডেট
প্রসঙ্গত, জওয়ান ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের পরতে পরতে চমক দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। বিভিন্ন লুকে বদল হয়েছিল তাঁর অভিনয়ের ধরণও। বাবা ছেলের দ্বৈত চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সেই ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন তিনি।