Ekchokho.com 🇮🇳

নিজেদের দোষ ঢাকতে তৎপর শরিফ! এই মুসলিম দেশে গিয়ে ভারতের বিরুদ্ধেই উগরে দিলেন বিষ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার মুসলিম দেশ আজারবাইজানে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও ভারতের (India) বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, ভারত পহেলগাঁওয়ের “মর্মান্তিক” সন্ত্রাসবাদী হামলাকে ব্যবহার করে “অকারণে এবং বেপরোয়া” শত্রুতা প্রদর্শন করে আঞ্চলিক শান্তি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজারবাইজানে সম্পন্ন হওয়া অর্থনৈতিক সহযোগিতা সংগঠনের (ECO) সম্মেলনে শরিফ এই বিবৃতি দেন। যেখানে তিনি ফের কাশ্মীর ইস্যুটিরও উত্থাপন করেন।

ভারতের (India) বিরুদ্ধে বিষ উগরে দিলেন শরিফ:

শরিফ জম্মু ও কাশ্মীরে “নিরপরাধ মানুষের ওপর বর্বরতার” নিন্দা করেছেন এবং বলেছেন যে পাকিস্তান যেকোনও দেশে – তা গাজা, কাশ্মীর বা ইরান হোক না কেন, নিরীহ অসামরিক নাগরিকদের ওপর যেকোনও নৃশংসতার বিরুদ্ধে রয়েছে। পাক প্রধানমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীরে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের (India) অকারণে এবং বেপরোয়া শত্রুতা আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার আরেকটি প্রচেষ্টা।”

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্দুর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২২ এপ্রিল ভারতের (India) কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটক এবং ১ জন স্থানীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে এটি কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

What did Shehbaz Sharif say against India in a Muslim country.

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে স্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার অনুগত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। এদিকে, এই হামলার পর, ভারত (India) পাকিস্তানের অভ্যন্তরে স্থিত জঙ্গি প্রশিক্ষণ শিবিরের ওপর প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর শুরু করে। যেখানে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে অবস্থিত ৯ টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: ইউনূসের বাংলাদেশে ফের হইচই! নির্বাচনের আগে গর্জে উঠলেন হিন্দুরা, দেওয়া হল আল্টিমেটাম

অন্যদিকে, এই অভিযানের জবাবে, পাকিস্তান ভারতে (India) বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। কিন্তু ভারতও তাদের কঠোরভাবে পাল্টা আক্রমণ করে। গত ১০ মে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ভারতের কাছে আবেদন করলে এই উত্তেজনার অবসান ঘটে। ততক্ষণে ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি বিমানঘাঁটি ধ্বংস করে দেয় এবং বেশ কয়েকটি সামরিক পোস্টের মারাত্মক ক্ষতি করে।

আরও পড়ুন: ইংল্যান্ডের মাটিতে দুর্ধর্ষ পারফরম্যান্স গিলের! ভূয়সী প্রশংসা করে কী জানালেন সৌরভ?

গাজা ও ইরানের প্রসঙ্গ উল্লেখ: শরিফ তাঁর বক্তব্যে ইজরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান গাজা ও ইরানে নিরীহ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানায়। জানা যায় যে, গত জুন মাসে “অপারেশন রাইজিং লায়ন”-এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে ইসরায়েল ভারী বিমান হামলা চালিয়েছিল। ওই সংঘাতে ৬০০ জনেরও বেশি প্রাণ হারান। ১২ দিন পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। এমতাবস্থায়, শরিফ বলেন, “পাকিস্তান নিরীহ মানুষের ওপর নৃশংসতা চালানো যেকোনও শক্তির বিরুদ্ধে দাঁড়ায় – তা সে গাজা, কাশ্মীর বা ইরানে হোক।”