বাংলা হান্ট ডেস্ক: ভারত (Team India) এবং ইংল্যান্ডের মধ্যে চলমান ৫ টেস্টের সিরিজের চতুর্থ ম্যাচটি আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে। যেটি সম্পন্ন হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। এই সিরিজের ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এমতাবস্থায়, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছেন। উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের কাছে চোটের সমস্যা চিন্তা বাড়িয়েছে। তাই, প্লেয়িং ইলেভেনে পরিবর্তন কার্যত নিশ্চিত। এই আবহেই মোহাম্মদ সিরাজ চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার একজন তারকা খেলোয়াড়ের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেমন হবে টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়িং ইলেভেন:
মোহাম্মদ সিরাজ কী জানিয়েছেন: মূলত ম্যানচেস্টার টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সিরাজ একটি বড় আপডেট দিয়েছেন। যেটি ইতিমধ্যেই ভারতের (Team India) ক্রিকেট অনুরাগীদের স্বস্তি বাড়িয়েছে। সিরাজ স্পষ্টভাবে জানিয়েছেন যে, “এই ডু অর ডাই ম্যাচে তারকা বোলার জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অংশ হবেন।”
উল্লেখ্য যে, যেহেতু এই গুরুত্বপূর্ণ সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, তাই ম্যানচেস্টার টেস্টে জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনতে চায় টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে, জসপ্রীত বুমরাহর উপস্থিতি ভারতীয় (Team India) বোলিংকে যে শক্তিশালী করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
সাংবাদিক সম্মেলনে সিরাজ বলেন, “জসি ভাই খেলবেন। আকাশ দীপের কুঁচকির সমস্যা আছে। সে আজ বোলিং করেছে এবং এখন ফিজিও তাকে পরীক্ষা করবে। টিম কম্বিনেশন (Team India) পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের ভালো জায়গায় বোলিং করতে হবে। পরিকল্পনাটি সহজ। ভালো জায়গায় লেগে থাকুন।” জানিয়ে রাখি যে, এই সিরিজে এখনও পর্যন্ত ২ টি টেস্ট ম্যাচে বুমরাহ দুর্দান্ত পারফর্ম করেছেন। যেখানে তিনি ১২ টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ২ টি ৫ উইকেটও রয়েছে।
আরও পড়ুন: ক্রিকেটের দুনিয়ায় এন্ট্রি নিল ২ টি নতুন দল! বড় ঘোষণা করল ICC
ম্যানচেস্টারে ভারতের রেকর্ড: এদিকে, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের (Team India) টেস্ট রেকর্ড খুব একটা ভালো ছিল না। ভারত এখনও পর্যন্ত এই মাঠে ৯ টি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও জিততে পারেনি। এমন পরিস্থিতিতে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে ইতিহাস বদলে দেওয়ার চ্যালেঞ্জ থাকবে। অন্যদিকে, ভারত যদি এই ম্যাচটি হেরে যায়, তাহলে ইংল্যান্ড এই সিরিজে অপ্রতিরোধ্য লিড পাবে। এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া যেকোনও মূল্যে চতুর্থ টেস্ট ম্যাচটি জিততে চাইবে।