বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) আসন্ন এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকায় তাঁর কোনও আপত্তি নেই। শুধু তাই নয়, তিনি এটাও জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদের অবসান হওয়া উচিত কিন্তু খেলা অবশ্যই চলতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এশিয়া কাপের সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে গ্রুপ এ-তে রাখা হয়েছে এবং ওই টুর্নামেন্টে এই দুই দেশ আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে।
কী জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly):
এদিকে, সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) PTI-কে জানিয়েছেন যে, “আমি শিডিউলের সঙ্গে একমত। খেলাধুলা অবশ্যই চলতে হবে। পহেলগাঁও-তে যা ঘটেছে তা কখনোই হওয়া উচিত ছিল না। কিন্তু আমরা খেলাধুলা বন্ধ করতে দিতে পারি না।” তাঁর (Sourav Ganguly) মতে, “সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। ভারত এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এখন এটি অতীতের কথা। খেলা চালিয়ে যেতে হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপে তাদের অভিযান শুরু করবে। অনুমান করা হচ্ছে যে, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে। আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে ফের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে যা ঘটেনি সেটাই ঘটাল ভারত! নতুন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
জানিয়ে রাখি যে, ভারতের পাশাপাশি গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। অপরদিকে, গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। দুবাই এবং আবুধাবিতে সম্পন্ন হতে চলা ১৯ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দলকে অনুমতি দেবে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।
আরও পড়ুন: ম্যানচেস্টারে ম্যাজিক! টিম ইন্ডিয়ার সাহসের সামনে “আত্মসমর্পণ” ইংল্যান্ডের, ড্র হল চতুর্থ টেস্ট
উল্লেখ্য যে, এবারের এশিয়া কাপের আয়োজক হল BCCI। তবে, এটি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হচ্ছে কারণ দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সম্মত হয়েছে। আর সেই কারণেই এশিয়া কাপ সম্পন্ন হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।