বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ২৬৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে তিনি ৩০ টি চার এবং ৩ টি ছক্কা মারেন। গিল ইংল্যান্ডের প্রত্যেক বোলারের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেটীয় শট খেলেছেন। এমতাবস্থায়, প্রত্যেকেই তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন।

গিলের (Shubman Gill) প্রশংসায় পঞ্চমুখ সৌরভ:
এবার এই তালিকায় যোগ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিও। ইতিমধ্যেই সৌরভ “এক্স” মাধ্যমে জানিয়েছেন যে, এটি ইংল্যান্ডের যেকোনও যুগের সেরা ইনিংসগুলির মধ্যে একটি এবং টেস্ট ক্রিকেটে ওপেনিং পজিশন কখনোই গিলের (Shubman Gill) জন্য সঠিক ছিল না।
An absolute master class from Gill @ShubmanGill .. just flawless .. one of the best innings I have seen in england in any era .. so much improvement in the last few months .. probably opening was not his place in test cricket .. A test to win for india ..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) July 3, 2025
কী জানিয়েছেন সৌরভ: তিনি বলেছেন, “গিলের (Shubman Gill) মাস্টার ক্লাস ইনিংস। ইংল্যান্ডে আমার দেখা যেকোনও সময়ের সেরা ইনিংস এটি। গত কয়েক মাসে অনেক উন্নতি হয়েছে। সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং তাঁর জায়গায় ছিল না।” উল্লেখ্য যে, ভারতের জন্য টেস্ট ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভমান গিলের ওই ইনিংসের সুবাদে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছে। জানিয়ে রাখি যে, ভারতীয় অধিনায়ক হিসেবে শুভমান গিল ইংল্যান্ডে সর্বোচ্চ রান করেছেন। শুধু তাই নয়, এই ইনিংসে তিনি একাধিক রেকর্ডও ভেঙেছেন।
আরও পড়ুন: দেশের কোনও অস্ত্রেই থাকবে না চিনের চিহ্ন! অপারেশন সিঁদুরের পরেই বড় পদক্ষেপের পথে ভারত
শুভমান গিল দুর্দান্ত ফর্মে আছেন: এই সিরিজে গিল (Shubman Gill) দুর্দান্ত ফর্মে আছেন এবং তিনি মাত্র ৩ টি ইনিংসে ৪২৪ রান করেছেন। লিডস টেস্টে গিল ১৪৭ রান করেছিলেন। পাশাপাশি, এজবাস্টনে প্রথম ইনিংসে তিনি ডাবল সেঞ্চুরি করেছেন। এদিকে, শুভমান গিল ছাড়াও, দ্বিতীয় টেস্টে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৮৯ রান করেন এবং ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৮৭ রান।
আরও পড়ুন: ভারতের অর্থনীতিতে বড় চমক! বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে হল বিপুল বৃদ্ধি, কী জানাল RBI?
এছাড়াও, ওয়াশিংটন সুন্দর করেছেন ৪২ রান ঋষভ পন্থ ২৫ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির ৩ টি উইকেট নেন। এই দুই দলের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে।এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।