বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় ধাক্কা খেলেন সন্দেশখালির তৃণমূলের প্রাক্তন নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ইতিমধ্যেই সন্দেশখালিতে ৩ জন বিজেপি কর্মীর খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছিলেন। সেটাই বহাল রাখা হল।
বড়সড় ধাক্কা খেলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan):
পাশাপাশি, কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। এদিকে, ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই “X” মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।
The appeal of infamous Sahajan Sk of Sandeshkhali against the order directing CBI investigation in the case filed by Supriya Mondal has been dismissed by the Hon’ble Division Bench. Truth has once again triumphed. While heartily welcoming such dismissal order, I hope and trust… pic.twitter.com/zm0VBTnpHb
— Suvendu Adhikari (@SuvenduWB) August 4, 2025
যেখানে বিষয়টির অবতারণা করার পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন,”আবারও সত্যের জয় হয়েছে।” তিনি আরও জানান, “এই বরখাস্তের আদেশকে আন্তরিকভাবে স্বাগত জানালেও আমি আশা করি প্রধান তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই শীঘ্রই দীর্ঘ লুকনো সত্যকে উদঘাটন করবে। জয় হিন্দ।”
আরও পড়ুন: রাজ্যে কয়েক হাজার কোটির বিনিয়োগের সম্ভাবনা? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন গৌতম আদানি
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩০ জুন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মূলত, সিঙ্গেল বেঞ্চের তরফে সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শেখ শাহজাহান দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালের ৬ জুন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুন হয়েছিলেন। পাশাপাশি, নিখোঁজ রয়েছেন দেবদাস মণ্ডল নামের আরেক বিজেপি কর্মী। এমতাবস্থায়, পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে দেবদাসকেও খুন করা হয়েছে।
আরও পড়ুন: ওভালে অবিশ্বাস্য জয় টিম ইন্ডিয়ার! ভারতের ৯৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৈরি হল নয়া রেকর্ড
ওই ৩ জন এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এদিকে, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধেই খুনের অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল এবং দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েন। সেই মামলাতেই এবার এই নির্দেশ দেওয়া হল।