বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে IPL-এর নতুন মরশুম শুরু হওয়ার আগে থেকেই মহেন্দ্র সিং ধোনি অবসর নিচ্ছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এমনকি, ধোনির অবসরের বিষয়ে বিভিন্ন ভুয়ো আপডেটও সামনে আসে। তবে, এবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অনুরাগীদের জন্য একটি বড় আপডেট প্রকাশ পেয়েছে। যেখানে, টিমের CEO কেসি বিশ্বনাথন নিজে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
কী জানালেন CSK (Chennai Super Kings)-র CEO?
মূলত, কেসি বিশ্বনাথন নিশ্চিত করেছেন যে আসন্ন IPL ২০২৬-এ চেন্নাইয়ের (Chennai Super Kings) প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আবারও মাঠে ফিরবেন। এই আপডেট ৪৪ বছর বয়সী এই খেলোয়াড়ের অবসর নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে। পাশাপাশি, ধোনির অনুরাগীদের কাছেও এটি একটি স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

মাহি অবসর নিচ্ছেন না: CSK (Chennai Super Kings)-র CEO কেসি বিশ্বনাথন সম্প্রতি এক অনুষ্ঠানে ২০২৬ সালের IPL-এ ধোনির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “না, তিনি (ধোনি( এই IPL-এ জন্য অবসর নিচ্ছেন না।” এই আপডেট মাহির ভক্তদের জন্য এক বিরাট স্বস্তির খবর। কারণ, গত মরশুমে CSK-র পারফরম্যান্সের খুব একটা ভাল ছিল না। গত মরশুমে, ধোনি ১৪ টি ম্যাচে ২৪.৫০ এভারেজে মাত্র ১৯৬ রান করেছিলেন। তাঁর স্ট্রাইক রেট আগের মরশুমের তুলনায় কম ছিল। এমতাবস্থায়, অনেকেই অনুমান করেছিলেন যে ধোনি হয়তো আর IPL খেলবেন না।
জানিয়ে রাখি যে, ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং IPL-এর মরশুমে মরশুমে রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তবে, ধোনির উপস্থিতি অবশ্যই যে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এই কারণে, CSK (Channai Super Kings) IPL-এর সর্বকালের সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি। এদিকে, আগামী বছরের IPL-এ CSK এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং ধোনিও এবার ট্রফি জিততে চাইবেন।
আরও পড়ুন: খেলার জন্য অনুপযুক্ত মাঠ! কলকাতা থেকে সরল গুরুত্বপূর্ণ ম্যাচ, CAB-কে কড়া বার্তা দিল BCCI
ধোনির নেতৃত্বে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে CSK: উল্লেখ্য যে, চেন্নাই সুপার কিংস IPL-এর ইতিহাসে মোট ৫ টি ট্রফি জিতেছে। প্রত্যেকবারই ধোনির নেতৃত্বে জিতেছে CSK (Channai Super Kings)। ধোনির অধিনায়কত্বের সময়ে, দলটি প্রায় প্রতিটি মরশুমে প্লে অফে পৌঁছেছিল। কিন্তু এমএস ধোনি অধিনায়কত্ব থেকে সরে আসার পর থেকে দলের পারফরম্যান্স খুব একটা নজর কাড়তে না পারলেও চেন্নাই দল ধোনির ওপরেই ভরসা রেখেছে।













