“চিনাদের থেকে উপার্জন করুন”, মলদ্বীপকে খোঁচা দিয়ে ফের বোমা ফাটালেন EaseMyTrip-এর CEO

বাংলা হান্ট ডেস্ক: EaseMyTrip-এর CEO নিশান্ত পিট্টি (Nishant Pitti) গত সোমবার মালদ্বীপে (Maldives) কোম্পানির সমস্ত ফ্লাইট বুকিং স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করে জানিয়েছেন যে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু (Mohamed Muizzu) ২০২৪ সালের ১৫ মার্চের মধ্যে ওই দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই অস্থিরতা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে “X” (আগের টুইটারে) মাধ্যমে একটি পোস্টে, পিট্টি দাবি করেছেন যে, কিছু ইউজার তাঁর কোম্পানিকে ভারত-মালদ্বীপের মধ্যে অচলাবস্থা উস্কে দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত করছেন। পাশাপাশি, তিনি লিখেছেন “এখানে একটি সংক্ষিপ্ত ইতিহাস: ২০২৩ সালের নভেম্বরে, মালদ্বীপের রাষ্ট্রপতি “ইন্ডিয়া আউট” প্রচারের ভিত্তিতে নির্বাচনে জয়ী হন। দেশটি গত কয়েক বছর ধরেই ভারত ও তার পর্যটকদের ‘আউট’ করতে চেয়েছিল। মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম পর্যটন প্রদানকারী হওয়ার কারণে, আমরা কেবলমাত্র মালদ্বীপের সংখ্যাগরিষ্ঠ অংশকেই সাহায্য করেছি।” EaseMyTrip-এর CEO আরও জানিয়েছেন যে, মালদ্বীপের নতুন সরকার “স্পষ্টভাবে” চিনপন্থী এবং এটা ন্যায্য যে তারা এখন ভারতীয়দের পরিবর্তে চিনা পর্যটকদের কাছ থেকে অর্থ উপার্জন করে।

তিনি জানান যে, ওই ভ্রমণ সংস্থাটি যখন মালদ্বীপে সমস্ত ফ্লাইট বুকিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল তখন ব্যবহারকারী বেসের একটি বড় অংশকে বিচ্ছিন্ন করার পাশাপাশি বিশাল রেভিনিউ ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। পিট্টির মতে, “তবে আমরা ভারতের ৯৫ শতাংশ মানুষের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাদের সমর্থন করছেন। আমাদের অ্যাপ ডাউনলোড গত সপ্তাহে ২৮০ শতাংশ বেড়েছে। বাকি ৫ শতাংশ বিক্ষুব্ধ বলে মনে হচ্ছে। কারণ তাঁরা বিষয়টিকে রাজনৈতিক ভাবে দেখছেন এবং সম্ভবত এটি তাঁদের রাজনৈতিক মতাদর্শের সাথে মেলে না।”

আরও পড়ুন: FASTag ব্যবহারকারীরা হয়ে যান সতর্ক! ৩১ জানুয়ারির মধ্যেই করে ফেলুন এই কাজ, নাহলেই পড়বেন দুর্ভোগে

তিনি আরও জানান, “সম্ভবত, ভারতে যে সরকারই থাকুক না কেন আমরা এটাই করতাম। কারণ এটি আমাদের দেশের মর্যাদা বজায় রাখার জন্য উপযুক্ত ছিল।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ও মালদ্বীপের আধিকারিকদের একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ রবিবার দ্বীপরাষ্ট্রে মোতায়েন ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ কেন্দ্রের! নীরব মোদী, বিজয় মাল্যকে ভারতে ফেরাতে একযোগে ব্রিটেন যাচ্ছে ED-CBI-NIA

মালদ্বীপের নতুন প্রশাসন জানিয়েছে যে, মালদ্বীপে ৭৭ জন ভারতীয় সেনা রয়েছেন। যার মধ্যে প্রথম হেলিকপ্টার পরিচালনার জন্য ২৪ জন ভারতীয় সামরিক কর্মী, ডর্নিয়ার বিমান পরিচালনার জন্য ২৫ জন ভারতীয় এবং দ্বিতীয় হেলিকপ্টার পরিচালনার জন্য ২৬ জন ভারতীয় সামরিক কর্মী রয়েছেন। পাশাপাশি, রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছেন আরও ২ জন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর