আরোপ করা শুল্ক “অবৈধ”! নিজের দেশের আদালতই ঝটকা দিল ট্রাম্পকে, সঙ্কটের মুখে মার্কিন অর্থনীতি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিদেশি পণ্যের ওপর নিজের মর্জিমতো যথেচ্ছ শুল্ক আরোপ করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও এবার, এই ঘটনায় মার্কিন আদালতের কাছ থেকে বড় ধরণের ধাক্কা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের এহেন শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন তুলেছে ফেডারেল সার্কিট আপিল আদালত। পাশাপাশি, আদালত এই শুল্ককে “অবৈধ” হিসেবেও বিবেচিত করেছে।

আদালতের রায়ে বড় ঝটকা খেলেন ট্রাম্প (Donald Trump):

এমতাবস্থায়, মার্কিন আদালত ট্রাম্পকে (Donald Trump) আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। ততদিন পর্যন্ত জারি করা শুল্ক বলবৎ থাকবে এবং ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। কিন্তু, যদি সুপ্রিম কোর্টও শুল্ক প্রত্যাখ্যান করে, তাহলে আমেরিকা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে।

মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পর একাধিক দেশের ওপর ভারী শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের এই শুল্ক গত ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প কিছু দেশকে শুল্ক ছাড় দেন। তবে, অনেক দেশের ক্ষেত্রেই শুল্ক বৃদ্ধি করেন।

What did the court say about Donald Trump tariffs?

২০২৫ সালের জুলাই মাসের মধ্যে, আমেরিকা শুধুমাত্র শুল্ক থেকে ১৫৯ বিলিয়ন ডলার (প্রায় ১৪ লক্ষ কোটি টাকা) আয় করেছে। এমন পরিস্থিতিতে, যদি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, সেক্ষেত্রে আমেরিকাকে এই টাকা ফেরত দিতে হতে পারে যা আমেরিকান কোষাগারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: শুরু এশিয়া কাপের প্রস্তুতি! অথচ, টিম ইন্ডিয়ার এই ৫ খেলোয়াড় যাচ্ছেন না দুবাই, কারণ জানাল BCCI

ট্রেড ডিল পাবে ধাক্কা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রাম্প (Donald Trump) প্রশাসন একাধিক দেশের সঙ্গে ট্রেড ডিল নিয়ে আলোচনা করছে। তবে, যদি সুপ্রিম কোর্টও শুল্ককে অবৈধ ঘোষণা করে, তাহলে এটি বাণিজ্য চুক্তিতে ট্রাম্পেরও ক্ষতি করতে পারে। এমনকি, ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কও অকার্যকর হতে পারে।

আরও পড়ুন: উৎসবের মাসে আগেভাগেই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন তালিকা

কী জানিয়েছেন ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতে, যদি সুপ্রিম কোর্ট শুল্কের বিরুদ্ধে রায় দেয়, তাহলে এটি আমেরিকাকে ধ্বংস করে দেবে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আমেরিকার ফেডারেল আদালত শুল্ককে “অবৈধ” বলে ঘোষণা করেছে এবং ১৪ অক্টোবরের মধ্যে এটি অপসারণের নির্দেশ দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে, ট্রাম্প প্রশাসন এবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারে।