বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবারে নির্বাচন কমিশন (Election Commission of India) সম্পর্কে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বড় ধাক্কা পেলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাহুল গান্ধী সংসদের বাইরে জানিয়েছিলেন যে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর হাতে একটি “অ্যাটম বোম” আছে এবং যখন সেটি বিস্ফোরিত হবে, তখন নির্বাচন কমিশনকে কোথাও দেখা যাবে না। এমতাবস্থায়, রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, কমিশন এই ধরনের ভিত্তিহীন প্রতিক্রিয়া উপেক্ষা করবে। এর পাশাপাশি কমিশন আরও জানিয়েছে যে, রাহুল গান্ধী এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক চিঠি লেখেননি, এবং বারবার ডাকার পরেও তিনি সাড়া দেননি।
কী জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)?
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নির্বাচন কমিশন (Election Commission of India) এক বিবৃতিতে বলেছে, নির্বাচন কমিশন প্রতিদিন এ ধরনের ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হয় এবং তারা এহেন অভিযোগ উপেক্ষা করে। পাশাপাশি, এই হুমকি সত্ত্বেও, কমিশন তার প্রত্যেক নির্বাচন আধিকারিকদের ন্যায্য ও স্বচ্ছভাবে কাজ করার এবং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দ্বারা প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছে। কমিশন জানিয়েছে যে, তারা রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে, কিন্তু রাহুল তাতে সাড়া দেননি।
On allegations of vote theft by Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi and other opposition parties, the Election Commission of India says, “The Election Commission ignores such baseless allegations being made on a daily basis and despite the daily threats being given, asks… pic.twitter.com/WY86XmIuKc
— Press Trust of India (@PTI_News) August 1, 2025
কমিশন আরও জানায়, “নির্বাচন কমিশন (Election Commission of India) তাঁকে (রাহুল গান্ধী) ১২ জুন একটি মেইল পাঠিয়েছিল। তিনি আসেননি। ১২ জুন তাঁকে একটি চিঠিও পাঠানো হয়। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি। তিনি কখনও কোনও বিষয়ে নির্বাচন কমিশনকে কোনও চিঠি লেখেননি। কিন্তু, এখন তিনি অযৌক্তিক অভিযোগ তুলছেন ও নির্বাচন কমিশন এবং তার কর্মীদের হুমকিও দিতে শুরু করেছেন। এটা নিন্দনীয়!”
রাহুল গান্ধীর অভিযোগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, গর শুক্রবার রাহুল গান্ধী নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি জানান যে নির্বাচন কমিশন কর্তৃক ভোট চুরির বিষয়ে তাঁর কাছে দৃঢ় প্রমাণ রয়েছে। রাহুল গান্ধী বলেন, “ভোট চুরি হচ্ছে এবং এখন আমাদের কাছে দৃঢ় প্রমাণ আছে যে নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে জড়িত। এবং আমি কারণ ছাড়া এটি বলছি না। আমি ১০০ শতাংশ প্রমাণ সহ এটি বলছি।”
আরও পড়ুন: ক্রিকেট থেকে দূরে সরে যান! ভেবেছেন আত্মহত্যার কথাও, ডিভোর্সের পর এবার মুখ খুললেন চাহাল
“অ্যাটম বোম” পাওয়া গেছে; রাহুল গান্ধী: তিনি আরও বলেন, “যখন আমরা এই প্রমাণ সামনে আনব, তখন গোটা দেশ জানবে যে নির্বাচন কমিশন (Election Commission of India) বিজেপির জন্য ভোট চুরি করছে।” তাঁর মতে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন একটি “অ্যাটম বোম” পাওয়া গেছে যে একবার তা প্রকাশ পেলে নির্বাচন কমিশনকে আর দেখা যাবে না। রাহুল গান্ধী বলেন, “মধ্যপ্রদেশে আমাদের সন্দেহ ছিল। লোকসভা নির্বাচনেও আমাদের সন্দেহ ছিল। মহারাষ্ট্রে এই সন্দেহ আরও বেড়ে যায়। তালিকায় এক কোটি ভোটার যুক্ত হয়েছিল। তারপর আমরা স্বাধীনভাবে তদন্ত করেছিলাম। আমরা যা পেয়েছি তা একটি অ্যাটম বোম যখন এটি বিস্ফোরিত হবে, তখন আপনি নির্বাচন কমিশনকে দেখতে পাবেন না।”
আরও পড়ুন: মোদী সরকারের মাস্টারস্ট্রোক! দেশের ৪ টি রেল প্রকল্পে মিলল অনুমোদন, বাংলার জন্য বিশেষ চমক
SIR নিয়ে তোলপাড় চলছে: রাহুল গান্ধী নির্বাচন কমিশনের (Election Commission of India) কোনও আধিকারিকের নাম না করেই গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের শাস্তি দেওয়া হবে। রাহুল গান্ধী বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচন কমিশনের ওপর থেকে নিচ পর্যন্ত যাঁরাই এই কাজে জড়িত, আমরা তাঁদের রেহাই দেব না। কারণ এটি ভারতীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাঁরা যেখানেই থাকুন, অবসরপ্রাপ্ত হলেও, আমরা তাঁদের খুঁজে বের করব।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কংগ্রেস এবং দেশের অন্যান্য বিরোধী দলগুলি বর্তমানে বিহারে নির্বাচন কমিশন কর্তৃক শুরু করা “Special Intensive Revision” (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।