বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) খুব শীঘ্রই ট্র্যাকে চলতে দেখা যাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে মাত্র ২ ঘন্টা ৭ মিনিটে সফর সম্পন্ন করবে। তিনি ভাবনগর টার্মিনাসে এই বিষয়ে তথ্য উপস্থাপিত করেন। উল্লেখ্য যে, ভাবনগর টার্মিনাসে রেলমন্ত্রী অযোধ্যা এক্সপ্রেস, রেওয়া-পুণে এক্সপ্রেস এবং জবলপুর-রায়পুর এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এছাড়াও, উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং নিমুবেন বামভানিয়া।
বুলেট ট্রেনের (Bullet Train) প্রসঙ্গে রেলমন্ত্রী দিলেন বড় আপডেট:
ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলবে: রেলমন্ত্রী বলেন যে, বুলেট ট্রেন (Bullet Train) ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ওই ট্রেনটি মুম্বাইয়ের বিকেসি (বান্দ্রা-কুরলা কমপ্লেক্স) থেকে সফর শুরু করবে এবং সুরাটের বাপির মধ্য দিয়ে যাবে। যেটি আনন্দ এবং ভদোদরা হয়ে আহমেদাবাদে পৌঁছবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩২০ কিমি।
মোদী সরকারের বুলেট পরিকল্পনা: বৈষ্ণব বলেন যে, বর্তমানে কেবল বুলেট ট্রেনেই (Bullet Train) নয়, বরং রেলেও পরিবর্তনের এক জোয়ার চলছে। গুজরাটের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু হচ্ছে। ও ই নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে পোরবন্দর-রাজকোট নতুন ট্রেন পরিষেবা, রানাভাব স্টেশনে ১৩৫ কোটি টাকার কোচ মেন্টেনেন্স ডিপো, পোরবন্দর শহরে রেলওয়ে ফ্লাইওভার, দু’টি গতিশক্তি কার্গো টার্মিনাল এবং ভাবনগরে একটি নতুন কন্টেইনার টার্মিনাল। রেলমন্ত্রী জানান যে, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে রেল প্রকল্পগুলি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেখানকার মুখ্যমন্ত্রীও এই অভিযানকে সমর্থন করছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: বাবা করেন চাষাবাদ! কঠোর পরিশ্রমে প্রথমে IPS এবং পরে IAS হলেন মেয়ে, গড়লেন নজির
১,৩০০ রেল স্টেশন স্মার্ট হয়ে উঠবে: রেলমন্ত্রী বলেন, গত ১১ বছরে ৩৪,০০০ কিলোমিটার নতুন ট্র্যাক স্থাপন করা হয়েছে। প্রতিদিন গড়ে ১২ কিলোমিটার ট্র্যাক স্থাপন করা হচ্ছে। এছাড়াও, ১,৩০০ টি রেল স্টেশন সম্পূর্ণরূপে নতুন করে ডিজাইন করা হচ্ছে। এই কাজ এমনভাবে করা হচ্ছে যাতে ফ্রেন্ড পরিষেবা বিঘ্নিত না হয় এবং যাত্রীরাও যাতে অসুবিধার সম্মুখীন না হন এই বিষয় মাথায় রেখে।
আরও পড়ুন: দ্বিতীয়বার ভারত সফরে মেসি! প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন সাক্ষাৎ, ইডেনে সৌরভরা খেলবেন বিশেষ ম্যাচ
বন্দে ভারত থেকে অমৃত ভারত; নতুন প্রজন্মের ট্রেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অশ্বিনী বৈষ্ণব মোদী সরকারের সময় শুরু হওয়া নতুন ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস এবং নমো ভারত এক্সপ্রেসের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত ৮ টি অমৃত ভারত ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনগুলিতে বন্দে ভারতের মতো সুবিধা রয়েছে। তবে ভাড়া অনেক কম। এই ট্রেনগুলি নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং যাঁরা এগুলিতে ভ্রমণ করছেন তারাও খুব খুশি।” প্রসঙ্গত উল্লেখ্য যে, বুলেট ট্রেনের আগমন কেবল সময় সাশ্রয় করবে না বরং রেলের সমগ্র দর্শন এবং সুযোগ-সুবিধার স্তরকেও উন্নত করবে। এই ট্রেন কেবল একটি নতুন বাহন হবে না বরং ভারতের অগ্রগতির ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে।