“কোহলির ৫০ বছর খেলা উচিত”, জানালেন তালিবান নেতা, রোহিতের বিষয়েও দিলেন প্রতিক্রিয়া

Published on:

Published on:

What did the Taliban leader say about Virat Kohli retirement?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসরের হতাশা কেবল ভারতেই নয়, বরং প্রতিবেশী দেশগুলির বিভিন্ন অংশেও ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের তালিবান নেতা তথা ইসলামিক এমিরেটসের অন্যতম বিশিষ্ট নেতা আনাস হাক্কানি কোহলির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি কোহলির কাছে একটি বিশেষ আবেদনও করেছেন। এর পাশাপাশি, টেস্ট ক্রিকেট থেকে ভারতের আরও এক কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মার অবসরের প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

কোহলি (Virat Kohli)-রোহিতের অবসরের প্রসঙ্গে কী জানালেন তালিবান নেতা?

“কোহলির ৫০ বছর বয়স পর্যন্ত খেলা উচিত”: আনাস হাক্কানি এক পডকাস্টে জানিয়েছেন, “রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়া ঠিক ছিল। কিন্তু কোহলির (Virat Kohli) অবসরের কারণ আমি বুঝতে পারছি না। পৃথিবীতে খুব কম খেলোয়াড়ই এতটা বিশেষ হন। আমার ইচ্ছে, কোহলির ৫০ বছর বয়স পর্যন্ত খেলার চেষ্টা করা উচিত।”

What did the Taliban leader say about Virat Kohli retirement?

হাক্কানি আরও বলেন, হয়তো ভারতীয় মিডিয়া কোহলিকে বিরক্ত করেছে। যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হাক্কানির মতে, “হয়তো কোহলি ভারতীয় মিডিয়ার ওপর বিরক্ত ছিলেন। তাঁর কাছে এখনও সময় ছিল। আপনি জো রুটকে দেখুন। তিনি সচিন তেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ডের পেছনে ছুটছেন।”

আরও পড়ুন: ১৮ বছর চাকরির পর নেন বড় সিদ্ধান্ত! আজ মিলছে ৮০ কোটির টার্নওভার, সবাইকে চমকে দিলেন কেরালার ব্যক্তি

গত মে মাসে কোহলি-রোহিত অবসর নেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিরাট কোহলি গত ১২ মে ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তিনি তাঁর ১০,০০০ টেস্ট রান পূরণ করার থেকে মাত্র ৭৭০ রান দূরে ছিলেন। কোহলির ঠিক আগেই গত ৭ মে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কোহলি এবং রোহিতের অবসরের পর, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কত্ব ২৬ বছর বয়সী শুভমান গিলের হাতে হস্তান্তর করা হয়। গিলের অধিনায়কত্বে, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে।

আরও পড়ুন: “আমি ভগবান শিবের ভক্ত, সমস্ত বিষ গিলে ফেলি”, বিরোধীদের কটূক্তির কড়া জবাব দিলেন মোদী

বিরাট-রোহিত শুধুমাত্র ODI খেলবেন: বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে এখন কেবল ODI খেলতে দেখা যাবে। অনুমান করা হচ্ছে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজেই তাঁরা দু’জনে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে ফিরবেন। উল্লেখ্য যে, বর্তমানে টিম ইন্ডিয়া ২০২৫ সালের এশিয়া কাপ খেলছে।