পুজোতেই এল সবথেকে বড় ধাক্কা, প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়ায় কী বললেন ‘তটিনী’ তৃণা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর পর প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। গোটা পুজো জুড়েই বিভিন্ন চ্যানেলে দর্শকদের বিনোদনের যোগান দিয়েছে সিরিয়ালগুলি (Serial)। কিন্তু টিআরপি সামনে আসতেই বড় ধাক্কা খেয়েছেন ‘পরশুরাম’ ভক্তরা। স্টার জলসার এই টিআরপি টপার মেগার নম্বর কমেছে হু হু করে। ফলত শীর্ষ স্থান থেকে সোজা প্রথম পাঁচের বাইরে ছিটকে গিয়েছে পরশুরাম (Serial)।

প্রচুর নম্বর কমে গিয়েছে পরশুরাম সিরিয়ালের (Serial)

একধাক্কায় নম্বর কমেছে পরশুরাম এর। এমন টিআরপি দেখে কী বলছেন অভিনেত্রী তৃণা সাহা? শীর্ষস্থান থেকে ছিটকে যাওয়াতে কি মুষড়ে পড়েছেন তিনি? সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। তৃণার কথায়, এখনও পর্যন্ত সাতটি সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন। তাতে বুঝেছেন যে তাঁর জন্য টিআরপি ওঠেও না, পড়েও না। সবটাই দর্শকের উপরে।

What did trina saha said as her serial went down in trp

কী বললেন তৃণা সাহা: তৃণা বলেন, দর্শকদের কখন কোন গল্প ভালো লাগছে সেটা বোঝা কঠিন। তবে টিআরপিতে (Serial) পিছিয়ে পড়ায় খারাপ কি একেবারেই লাগছে না? অভিনেত্রী বলেন, একেবারেই খারাপ লাগছে না সেটা বললেও ভুল হবে। কিন্তু তবে এ বিষয়টি নিয়ে তিনি ভাবছেন না। কারণ এটাই শেষ সপ্তাহ নয়, আরও দিন বাকি রয়েছে। আগামীতে আরও মন দিয়ে কাজ করার চেষ্টা করবেন তিনি।

আরও পড়ুন : ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার, সিলেবাস শেষ করার চিন্তায় মাথায় হাত শিক্ষকদের

ভালো টিআরপি উঠছে প্রথম থেকে: প্রসঙ্গত, প্রথম থেকেই স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালটি (Serial) ভালো ফল করছে। একটানা দীর্ঘদিন ধরে প্রথম স্থানে থেকেছে ধারাবাহিকটি। কিন্তু এবার হঠাৎ করেই কমেছে নম্বর। পুজোর মধ্যে প্রথম পাঁচের তালিকা থেকেই ছিটকে গিয়েছে পরশুরাম।

আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে আরও দুই AFC গেট, ঢেলে সাজছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন

৫.১ নম্বর (TRP) পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পরশুরাম এবং আমাদের দাদামণি। প্রথম পাঁচের তালিকাতেই আর নেই ধারাবাহিকটি। তবে আগামী সপ্তাহে সিরিয়ালটি কেমন নম্বর তোলে সেটাই দেখার অপেক্ষা।