বাংলা হান্ট ডেস্ক: রাঁচির মাঠে বিরাট কোহলি (Virat Kohli) অনবদ্য সেঞ্চুরির মাধ্যমে ফের ক্রিকেট অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ODI-তে কোহলি ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেন। যা টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ODI সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়েও গিয়েছে। এদিকে, কোহলির এই সেঞ্চুরি তাঁর অনুরাগীদের খুশির কারণ হলেও ম্যাচটি শেষ হওয়ার পর বিরাট এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যেটি অনুরাগীদের মন খারাপও করে দিয়েছে।
কী জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli):
আসলে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কেবল একটি ফরম্যাটেই খেলবেন। অর্থাৎ, টেস্ট ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের কোনও ইচ্ছে নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ODI ম্যাচটি গত রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে সম্পন্ন হয়।

ওই ম্যাচেই কোহলি একটি দুরন্ত ইনিংস খেলেন এবং ODI-তে তাঁর ৫২তম সেঞ্চুরি করে ফেলেন। তিনি মাত্র ১২০ বলে ১৩৫ রান করেন। যার মধ্যে ১১ টি চার এবং ৭ টি ছক্কা ছিল। এই ইনিংসটি টিম ইন্ডিয়ার ১৭ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, ওই দুর্ধর্ষ ইনিংসের জন্য কোহলি প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসেবেও নির্বাচিত হন।
আরও পড়ুন: ম্যাচের সেরা বিরাট! প্রথম ODI-তে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে পরাজিত করল টিম ইন্ডিয়া
টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের জল্পনা: জানিয়ে রাখি যে, কোহলির এই সেঞ্চুরির কয়েক ঘন্টা আগেও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, BCCI সম্প্রতি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ খেলোয়াড়দের তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেটে ফিরে আসার আবেদন করতে পারে। এদিকে, ক্রিকবাজ জানিয়েছে যে বিরাট কোহলির সঙ্গে যোগাযোগের কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে একজন প্রাক্তন খেলোয়াড় হয়তো প্রত্যাবর্তনের কথা বিবেচনা করছেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে, কোহলি বা রোহিতের মতো কিংবদন্তিরা হয়তো টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন করতে পারেন।
আরও পড়ুন: বাড়ি ভাড়ার নিয়মে বড় বদল আনল কেন্দ্র! এই বিষয়গুলি মেনে চললেই লাভবান হবেন মালিক ও ভাড়াটে
কোহলি কী জানিয়েছেন: রাঁচিতে ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করতে এসে বিরাট কোহলিকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন উপস্থাপক হর্ষ ভোগলে। ভোগলে প্রশ্ন করেন, ‘আপনি কেবল একটি ফরম্যাটের ক্রিকেট খেলছেন। সবসময় কী এভাবেই হতে থাকবে?’ জবাবে, কোহলি স্পষ্টভাবে জানান যে, তিনি কেবল ODI ক্রিকেট খেলবেন। কোহলির মতো, “এটা সবসময় এরকমই থাকবে। আমি কেবল একটি ফরম্যাট খেলছি।’ এর মানে এটা স্পষ্ট যে, কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের পর আর মত পরিবর্তন করবেন না।












