বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর ১৮ তম আসরে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। এই দুর্দান্ত জয়ের পর স্বাভাবিকভাবেই খুশির জোয়ার দেখা যায় RCB-র খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে। এমতাবস্থায়, RCB ফ্র্যাঞ্চাইজি তাদের ভক্তদের জন্য গত ৪ জুন বেঙ্গালুরুতে একটি ভিকট্রি প্যারেডের আয়োজন করেছিল।
প্রথমবার IPL জেতে RCB:
যদিও, ওই সিদ্ধান্তই তাদের জন্য সবথেকে বড় ভুল হিসেবে প্রমাণিত হয়। শুধু তাই নয়, খুশির আমের মুহূর্তের মধ্যে পরিণত হয় বিষাদে। কারণ, ওই ভিকট্রি প্যারেডে অংশ নিতে বিপুল ভক্তের সমাগম ঘটে। যার ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। এমতাবস্থায়, এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে RCB-র তারকা খেলোয়াড় বিরাট কোহলির প্রতিক্রিয়া সামনে এসেছে।
“Nothing in life really prepares you for a heartbreak like June 4th. What should’ve been the happiest moment in our franchise’s history… turned into something tragic. I’ve been thinking of and praying for the families of those we lost… and for our fans who were injured. Your… pic.twitter.com/nsJrKDdKWB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2025
জীবনে এমন দিনের জন্য কখনোই প্রস্তুত নয়: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রায় ৩ মাস পর বিরাট কোহলির দেওয়া বিবৃতিটি RCB ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছে। যেখানে কোহলি জানান যে, “জীবনের কোনও কিছুই ৪ জুনের মতো হৃদয়বিদারক ঘটনার জন্য প্রস্তুত করে না।
আরও পড়ুন: চিনার পার্কের হোটেলে অগ্নিকাণ্ড! খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকরা, করা হল মারধর
কোহলি আরও জানান, “আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে আনন্দের মুহূর্তটি কী হওয়া উচিত ছিল… তা একটি দুঃখজনক ঘটনায় পরিণত হয়েছে। আমরা যাঁদের হারিয়েছি তাঁদের পরিবারের জন্য ভাবছি এবং প্রার্থনা করছি…এবং আমাদের আহত ভক্তদের জন্য। আপনাদের হারানো এখন আমাদের কাহিনির অংশ। একসাথে, আমরা দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাব।”
আরও পড়ুন: “ওর বয়স আদৌ ১৪ বছর?” বৈভবের দিকে সরাসরি প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়
RCB ফ্র্যাঞ্চাইজি নিহতদের ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে: জানিয়ে রাখি যে, RCB ফ্র্যাঞ্চাইজি RCB কেয়ার্সের মাধ্যমে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘটনায় ৩৩ জন আহতও হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। যারপর থেকে আজ পর্যন্ত বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হয়নি। এছাড়াও ২০২৫ সালের মহিলা ODI বিশ্বকাপের ম্যাচগুলিও নবি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।