বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। মূলত, তিনি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক তথ্য সামনে এনেছেন। সম্প্রতি ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে চাহালের। এমতাবস্থায়, ভারতের এই অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন যে, তিনি তাঁর সম্পর্ক নিয়ে এতটাই চিন্তায় ছিলেন যে একবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। তিনি ঠিকমতো ঘুমোতেও পারতেন না। যার ফলে ক্রিকেট থেকেও চাহাল নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
কী জানিয়েছেন চাহাল (Yuzvendra Chahal)?
বড় রহস্য প্রকাশ করেছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) রাজ শামানির পডকাস্টে ধনশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা খোলাখুলিভাবে বলেছেন। যেখানে তিনি অনেক বড় রহস্য প্রকাশ করেছেন। চাহাল জানান যে, তাঁর বিবাহিত জীবনের টানাপোড়েনের কারণে তিনি হতাশায় ভুগছিলেন। সেই সময়ে তিনি ক্রিকেট থেকেও বিরতি নিয়েছিলেন।
চাহালের (Yuzvendra Chahal) মতে, “৪-৫ মাস ধরে আমি প্রচণ্ড বিষণ্ণতায় ছিলাম। আমার মাঝে মাঝে অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমার চোখের সামনে অন্ধকার হয়ে যেত। যারা সেই সময় আমার সঙ্গে ছিল সেই কয়েকজনই এই জিনিসগুলো জানে। আমি এগুলো কারোর সঙ্গে শেয়ার করতাম না। সেই সময়ে আমার আত্মহত্যার চিন্তা আসত। কারণ তখন আমার মস্তিষ্ক সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছিল।” চাহাল জানান যে, “উত্তেজনার কারণে, আমি মাত্র ২ থেকে ৩ ঘন্টা ঘুমাতে পারতাম। বাকি সময় আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতাম।”
View this post on Instagram
চাহাল (Yuzvendra Chahal) আরও জানিয়েছেন যে তিনি তাঁর সম্পর্ক নিয়ে এতটাই চিন্তায় ছিলেন যে ক্রিকেট থেকেও দূরে সরে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি মাঠে আমার ১০০ শতাংশ দিতে পারিনি। সেই কারণেই আমি ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফেলি। জীবনে সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও, আমি শূন্য বোধ করছিলাম। তোমার জীবনে সবকিছু আছে, সমস্ত আরাম-আয়েশ এবং সুযোগ-সুবিধা আছে, কিন্তু তবুও তোমার সুখ নেই।তখন তোমার মনে এই চিন্তাগুলো আসে – এই জীবন দিয়ে কী করব? এটাকে ছেড়ে দাও।”
আরও পড়ুন: মোদী সরকারের মাস্টারস্ট্রোক! দেশের ৪ টি রেল প্রকল্পে মিলল অনুমোদন, বাংলার জন্য বিশেষ চমক
আমি কারোর সঙ্গে প্রতারণা করিনি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর অনেকেই যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) “প্রতারক” বলে অভিহিত করেছিলেন। চাহাল এই বিষয়ে খুবই দুঃখ পেয়েছেন। তিনি জানান, “আমি প্রতারক নই। আমার চেয়ে বিশ্বস্ত মানুষ আর খুঁজে পাবে না। আমি কারোর সঙ্গে প্রতারণা করিনি। আমি আমার প্রিয়জনদের জন্য হৃদয় থেকে চিন্তা করি। আমি কারোর কাছ থেকে কিছু চাইনি। আমি কেবল দিয়েছি। যখন মানুষ কিছু জানে না, তখন তারা যেকোনও কিছু লিখে দেয়। আমার দুই বোন আছে, তাই আমি জানি কিভাবে নারীদের সম্মান করতে হয়।”
আরও পড়ুন: ধনখড়ের উত্তরসূরি হবেন কে? উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নিবার্চন কমিশন
চাহাল (Yuzvendra Chahal) বলেন, কারো সঙ্গে দেখা করা মাত্রই মানুষ কিছু ভেবে নেয় এবং ভিউ বাড়ানোর জন্য কিছু লেখে। আসল সমস্যা তখনই হয় যখন কেউ রিয়েক্ট করে। মানুষ তাকে জ্বালাতন করতে শুরু করে। কারণ তারা মনে করে সে নিশ্চয়ই কিছু বলবে। তারকা স্পিনার আরও বলেন যে, “আমাকে উত্তর দিতে হত। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম।”