বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন বাংলা এবং বিহারে। ভোটের আবহে দুই রাজ্যেই ভোটার তালিকা (SIR) সংশোধন করতে তৎপর নির্বাচন কমিশন। বিহারে ইতিমধ্যেই হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবার পালা বঙ্গের। এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা-বিতর্ক তুঙ্গে। ঠিক কোন কোন নথি লাগবে তা নিয়েও চলছে তরজা।
বাংলায় SIR (SIR) ঠিক কী বিষয়?
মূলত মৃত ভোটার, বাসস্থান পরিবর্তন হলে এবং দু জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে তাদের নাম বাদ পড়বে তালিকা থেকে। কিন্তু এই SIR (SIR) নিয়ে একরকম আতঙ্ক তৈরি হয়েছে অনেকাংশে। কেউ কেউ NRC এর সঙ্গে একে গুলিয়ে ফেলছেন, কেউ কেউ আবার ভাবছেন সঠিক নথি জমা করতে না পারলে নাম বাদ পড়বে ভোটার তালিকা (SIR) থেকে।
কোন কোন নথি প্রয়োজন: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাওয়া তথ্য বলছে, শুধুমাত্র একটি নথির ভিত্তিতেই প্রকৃত ভোটারের (SIR) নাম নির্ধারণ করা হবে। তারপরেও রয়ে গিয়েছে ধোঁয়াশা। বঙ্গে এসআইআর হলে কোন কোন প্রয়োজনীয় নথি লাগবে?
আরও পড়ুন : পুজো মিটতেই হু হু করে বাড়ল নম্বর, প্রথম পাঁচে দাপট জি বাংলার, শীর্ষস্থান কার দখলে?
এই নথিগুলি পেয়েছে অনুমোদন: (১) কেন্দ্র বা রাজ্য বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, ২) ১.০৭.১৯৮৭ তারিখের আগের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ডাকঘর বা ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথি।
আরও পড়ুন : লোকাল ট্রেনের জন্য একগুচ্ছ নয়া নিয়ম, বর্ধমান স্টেশন নিয়ে নড়েচড়ে বসল রেল, কী বলছেন যাত্রীরা?
এছাড়াও তালিকায় (SIR) থাকছে ৩) উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্ম শংসাপত্র, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিক এবং অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, ৫) পাসপোর্ট, ৬) বন অধিকার সার্টিফিকেট, ৭) স্থায়ী আবাসিক সার্টিফিকেট, ৮) জাতীয় নাগরিক রেজিস্টার, ৯) উপযুক্ত কর্তৃপক্ষের অন্যান্য বিসি বা এসসি বা এসটি সার্টিফিকেট, ১০) রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের পারিবারিক রেজিস্টার, ১১) সরকারের কাছ থেকে কোনও বাড়ি বা জমি বরাদ্দের শংসাপত্র। তবে ২০০৩ সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তবে এসব কোনও নথি প্রয়োজন পড়বে না বলেই জানা গিয়েছে।