“BCCI-ও চায়…..”, টিম ইন্ডিয়ায় রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন গম্ভীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে, ভারতে IPL-এর ১৮ তম মরশুম চলছে। যেখানে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাও অংশগ্রহণ করছেন। এই দুই খেলোয়াড়দের ব্যাট থেকে যথেষ্ট রানও আসছে। এদিকে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলে এই দুই ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবিপি-র একটি অনুষ্ঠানে তিনি জানান যে, ওই খেলোয়াড়রা যতক্ষণ পারফর্ম করতে থাকবেন ততক্ষণ তাঁরা টিম ইন্ডিয়ার অংশ থাকবেন।

কী জানিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)?

গৌতম (Gautam Gambhir) বলেন, “দলে জায়গা করে নেওয়ার জন্য খেলোয়াড়দের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। তাঁদের মর্যাদা নয়। যদি উভয় খেলোয়াড়ই ভালো পারফর্ম করতে পারেন তাহলে আমি, টিম ম্যানেজমেন্ট এমনকি BCCI-ও তাঁদের দল থেকে বাদ দিতে পারি না।”

What Gautam Gambhir said about Virat Kohli and Rohit Sharma.

ওই অনুষ্ঠান চলাকালীন গম্ভীরকে (Gautam Gambhir) জিজ্ঞাসা করা হয়েছিল যে বিরাট এবং রোহিত কী ফেয়ারওয়েল ম্যাচ খেলতে পারবেন? ওই উত্তর প্রশ্নের গম্ভীর বললেন, “কোনও খেলোয়াড় বিদায়ের জন্য খেলে না। দেশের হয়ে খেলা এবং ট্রফি জেতাই সবচেয়ে বড় বিদায়. এর চেয়ে বড় আর কিছু নেই।”

আরও পড়ুন: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহেই বালোচিস্তানে ফের হামলা বিদ্রোহীদের, নিহত ৭ পাক সেনা

রোহিত শর্মার সাথে তাঁর সম্পর্ক নিয়ে কী জানালেন গম্ভীর: ওই অনুষ্ঠান চলাকালীন গম্ভীরকে (Gautam Gambhir) এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর এবং রোহিত শর্মার সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে বলে গুজব ছড়িয়ে পড়ছে, এটা কি সত্যি? ভারতীয় দলের কোচ এই প্রশ্নের তীক্ষ্ণ উত্তর দিয়ে বলেন, “প্রথমেই আমি জিজ্ঞাসা করতে চাই যে এই ধরণের প্রশ্ন করা মানুষ কারা? এটা কেবল সেইসব ব্যক্তিদের কথা যাঁরা তাঁদের টিআরপি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল চালান।”

আরও পড়ুন: বুধবার দেশজুড়ে মক ড্রিল! ব্ল্যাকআউট হলে ইডেনে কীভাবে খেলা হবে KKR-CSK ম্যাচ?

গম্ভীর (Gautam Gambhir) রোহিত সম্পর্কে আরও বলেন, “রোহিত ভারতীয় ক্রিকেটের জন্য যা কিছু করেছেন আমি তাঁকে এজন্য সম্মান করি। এমনকি যখন তিনি দলে এসেছিলেন তখনও আমি তাঁকে শ্রদ্ধার চোখে দেখতাম এবং ভবিষ্যতেও আমার চিন্তাভাবনা একই থাকবে।” গম্ভীর বলেন, “যাঁরা কেবল টিআরপি বাড়ানোর জন্য এই ধরণের প্রশ্ন করেন তাঁদের সঠিকভাবে রিসার্চ করা উচিত।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X