দীপাবলিতে কর্মচারীদের কি গিফট দিলেন আম্বানি? ভাইরাল হল ভিডিও, তুমুল প্রতিক্রিয়া নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির মরশুমে দেশের বৃহৎ সংস্থাগুলি তাদের কর্মীদের বোনাস এবং উপহার দেয়। এদিকে, চলতি বছরে দীপাবলির উপহারের বাজেট বাড়িয়েছে ভারতের একাধিক কোম্পানি। এমতাবস্থায়, দীপাবলিতে ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio তাদের কর্মীদের একটি বিশেষ উপহার দিয়েছে। ইতিমধ্যেই, এই উপহারের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া মিলেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একজন মহিলাকে এই উপহার আনবক্স করতে দেখা গিয়েছে। তারপর এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দীপাবলিতে কর্মচারীদের কি গিফট দিল Reliance Jio:

জানা গিয়েছে যে, এবার দীপাবলিতে কোম্পানিগুলি তাদের কর্মীদের বিভিন্ন ধরণের উপহার দিচ্ছে। ড্রাই ফ্রুটস থেকে শুরু করে চকোলেট, হোম ডেকর, ফিটনেস প্রোডাক্টস, এবং ইকো-ফ্রেন্ডলি উপহারও এই বছর তুমুল জনপ্রিয় হয়েছে। একাধিক কোম্পানি তাদের কর্মীদের পছন্দ অনুযায়ী উপহার বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। এজন্য কোম্পানিগুলি অনলাইন গিফট পোর্টালের সঙ্গে চুক্তি করছে। যাতে কর্মীরা তাঁদের পছন্দের উপহার বেছে নিতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by sumanasri (@itlu_me_suma)

Reliance Jio কর্মীদের কি উপহার দিয়েছে: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন মহিলা রিলায়েন্স কোম্পানির কাছ থেকে পাওয়া দীপাবলির উপহার দেখাচ্ছেন। ভিডিওটি শেয়ার করতে গিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “Reliance Jio কোম্পানির পক্ষ থেকে দীপাবলির উপহার।” যেখানে দেখা গিয়েছে তিনি উপহারের বাক্স থেকে ড্রাই ফ্রুটস পেয়েছেন। যেখানে রয়েছে কাজু, কাঠবাদাম এবং কিশমিশ।

আরও পড়ুন: কপাল পুড়ল গম্ভীরের! জালিয়াতির অভিযোগে তদন্তের নির্দেশ আদালতের, ঠিক কি ঘটেছে?

মিলেছে প্রচুর প্রতিক্রিয়া: ইতিমধ্যেই এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রত্যক্ষ করে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “হলদিরামের সোন পাপড়ি কোথায়?” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “দীপাবলিতে মিষ্টি নেই? এইচআর টিম এর চেয়ে ভালো করতে পারত।”

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! অধিনায়কসহ ৩ অভিজ্ঞ খেলোয়াড়কে বিদায় জানাবে KKR, প্রকাশ্যে বড় আপডেট

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “মজার বিষয় হল প্রতি বছর শুধু বাক্সের রং পরিবর্তন হয়; উপহার একই থাকে।” আরেকজন লিখেছেন, “আপনি কি বোনাস পেয়েছেন? নাকি শুধু এই ড্রাই ফ্রুটসেরবাক্স?” অনেকেই বলেছেন, Reliance Jio প্রতি বছর একই রকম ড্রাই ফ্রুটসের উপহার দেয়। একজন নেটিজেন জানিয়েছেন “সবাই বলে যে প্রতি বছর Reliance একই উপহার দেয়। কিন্তু, Tata-র জন্য কাজ করুন এবং আপনি কিছুই পাবেন না।” একজন আবার লিখেছেন “আমাদের বস এর চেয়ে ভালো উপহার দেন।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর