ভারতে প্রত্যাবর্তনের পরে একী হল বৈভব সূর্যবংশীর? ক্রমশ চিন্তা বাড়ছে দলের

Published on:

Published on:

What happened to Vaibhav Suryavanshi's performance?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কাতারের দোহায় সম্পন্ন হওয়া এই টুর্নামেন্টে তিনি ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। যার মধ্যে ছিল একটি দুরন্ত সেঞ্চুরি। কিন্তু ভারতে ফিরে আসার পর থেকেই বৈভব আর ব্যাটে ঝড় তুলতে পারছেন না। তিনি বর্তমানে ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন।

ফের ব্যর্থ হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):

জানিয়ে রাখি যে, গত ৩০ নভেম্বর সৈয়দ মুস্তাক আলী ট্রফি ২০২৫-এ জম্মু ও কাশ্মীরের কাছে বিহার পরাজিত হয়। ওই ম্যাচে বিহার ১৬০ রানের লক্ষ্যপূরণ করতে ব্যর্থ হল। দলের তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী ওই ম্যাচে মাত্র ৭ বল খেলে ৫ রান করে ক্লিন বোল্ড হন। এই টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো তিনি তাড়াতাড়ি আউট হয়েছিলেন।

এর আগে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বৈভব সূর্যবংশী মাত্র ১৩ রান করে আউট হন। চণ্ডীগড়ের বিরুদ্ধেও একই ঘটনা ঘটেছিল। যেখানে তিনি মাত্র ১৪ রান করতে পেরেছিলেন। এর মানে হল, তিনি তাঁর শেষ ৩ টি ইনিংসে কোনও বড় রান করতে পারেননি। যার প্রভাব বিহার দলের ওপরে পড়েছে। এই টুর্নামেন্টে বিহার টানা ৩ টি ম্যাচে পরাজিত হয়ে একটিও ম্যাচ জিততে পারেনি। এলিট গ্রুপ বি-তে বিহারই একমাত্র দল যারা এখনও জয়ের খাতা খুলতে পারেনি।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে করতে চলেছেন প্রত্যাবর্তন? রাঁচিতে সেঞ্চুরির পর কোহলি করলেন ‘বিরাট’ ঘোষণা

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাড়ছে চিন্তা: এদিকে, বৈভব সূর্যবংশীর খারাপ ফর্ম ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইতে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।

আরও পড়ুন: ম্যাচের সেরা বিরাট! প্রথম ODI-তে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে পরাজিত করল টিম ইন্ডিয়া

এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমতবস্থায়, বৈভব সূর্যবংশী যদি শীঘ্রই ফর্মে না ফিরে আসেন, সেক্ষেত্রে ভারতীয় দলের সমস্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টটি ODI ফরম্যাটে আগামী ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে দুবাইতে সম্পন্ন হবে।