২০২৫-এই লন্ডভন্ড হবে পাকিস্তান-আমেরিকা! ভারতকে নিয়ে কী ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার?

Published on:

Published on:

What is Baba Bhangar's terrifying prediction about India?

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে উদ্বেগ এবং জল্পনা। কারণ, ফের শোরগোল ফেলে দিয়েছেন ভবিষ্যৎদ্রষ্টা বুলগেরিয়ার বাবা ভাঙ্গা (Baba Bhanga) । তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী এতদিনে মিলে যাওয়ায় এবারও আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। তাঁর দাবি, ২০২৫ সাল হবে বিশ্ববাসীর জন্য অস্থিরতার বছর। তিনি সতর্ক করেছিলেন অর্থনৈতিক সঙ্কট, প্রাকৃতিক দুর্যোগ এবং বড় যুদ্ধের আশঙ্কার বিষয়ে। ইতিমধ্যেই তাঁর পূর্বাভাস ঘিরে আন্তর্জাতিক মহলে আলোড়ন শুরু হয়েছে।

বাবা ভাঙ্গার  ভবিষ্যদ্বাণী (Baba Bhanga)

বাবা ভাঙ্গা (Baba Bhanga) ছোটবেলায় দুর্ঘটনায় দৃষ্টি হারালেও ‘দিব্যদৃষ্টি’ দিয়ে নাকি তিনি ভবিষ্যতের ছবি দেখতে পেতেন। তাঁর বহু ভবিষ্যদ্বাণী একেবারেই অব্যর্থ বলে দাবি করা হয়। ২০২৫ সালের জন্য তাঁর পূর্বাভাস বলছে, বিশ্বজুড়ে বড়সড় অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তীব্র মুদ্রাস্ফীতি, শুল্ক যুদ্ধ এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা একাধিক দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্যিক শুল্ক আরোপ করেছেন। ভারতের ক্ষেত্রেও আরোপ হয়েছে ৫০ শতাংশ শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তই বাবা ভাঙ্গার করা অর্থনৈতিক সংকটের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে

আরও পড়ুন:- রুশ তেল ইস্যুতে চরমে মাস্ক-ট্রাম্প দ্বৈরথ, ভারতের পাশে দাঁড়িয়ে ‘ইঙ্গিতবহ’ মন্তব্য এক্স-কর্তার?

শুধু অর্থনীতি নয়, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ভয়াবহ সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা (Baba Bhanga)। খরা, বন্যা, ভূমিকম্প, অস্বাভাবিক তাপপ্রবাহের পাশাপাশি আমেরিকার পশ্চিম উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের আশঙ্কার কথা বলেছিলেন তিনি। গত কয়েক মাসে এশিয়া মহাদেশে পরপর ভূমিকম্প তাঁর আশঙ্কাকে সত্যি প্রমাণ করছে। আফগানিস্তানে ভূমিকম্পে কয়েকশো প্রাণহানি হয়েছে, রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্পে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। মায়ানমারেও ভূমিকম্প কেড়ে নিয়েছে শত শত প্রাণ। ফলে তাঁর সতর্কবাণীর সঙ্গে মিল পাচ্ছেন অনেকেই।

এছাড়া, ভারতীয় উপমহাদেশে গত কয়েক বছরে অতিবৃষ্টি, ভূমিধস, বন্যা এবং কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবে প্রলয়ঙ্করী বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষিজমি ধ্বংস হয়েছে, নদী খাল উপচে পড়েছে। বাবা ভাঙ্গার (Baba Bhanga) ভবিষ্যদ্বাণী বলছে, এই দুর্যোগ আরও মারাত্মক আকার নেবে।

What is Baba Bhangar's terrifying prediction about India?

আরও পড়ুন:- মার্কিন সেনা অভিযানে নির্দোষ কোরিয়ান নাগরিকদের মৃত্যু! ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে ৬ বছর পর বিষ্ফোরক অভিযোগ

শুধু তিনিই নন, জাপানি ভবিষ্যৎদ্রষ্টা রিও তাতসুকিও (Rio Tatsukio) ২০২৫ সালে এক ভয়াবহ সুনামির সতর্ক করেছেন, যা ২০১১ সালের তোহোকু বিপর্যয়ের থেকেও তিন গুণ বেশি ভয়াবহ হতে পারে। ফলে আগামী সময়টা যে বিশ্বের জন্য চরম কঠিন হতে চলেছে, তা নিয়েই আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল।

সব মিলিয়ে প্রশ্ন উঠছে—বাবা ভাঙ্গার (Baba Bhanga) ভবিষ্যদ্বাণী কি এবারও সত্যি হতে চলেছে? ইতিমধ্যেই বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপড়েন, প্রাকৃতিক বিপর্যয় এবং ভূ-রাজনৈতিক সংঘাত তাঁর আশঙ্কাকে যেন বাস্তবের রূপ দিতে শুরু করেছে। এখন দেখার, ২০২৫ সাল আসলেই কি মানবসভ্যতার জন্য আরও এক ভয়াবহ পরীক্ষার বছর হয়ে ওঠে।