পদ্মাপাড় থেকে আসছে হুঁশিয়ারি, ভারতের ‘প্রাণশক্তি’ কী এই ‘চিকেনস নেক’?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ‘চিকেনস নেক’, ইদানিং সংবাদ শিরোনামে প্রায়ই এই শব্দগুচ্ছ দেখে অনেকেই পরিচিত হয়ে গিয়েছেন। ভারতের (India) চিকেনস নেক নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। প্রতিবেশী দেশ থেকেও মাঝে মাঝে হুঁশিয়ারি আসছে চিকেনস নেক দখল করার। কিন্তু কী এই চিকেনস নেক? কেনই বা এই জায়গাটি নিয়ে এত চর্চা, এত আলোচনা? কতটা গুরুত্বপূর্ণ এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে?

কী ভারতের (India) চিকেনস নেক?

চিকেনস নেক, যার অপর নাম ‘শিলিগুড়ি করিডর’, এটি পশ্চিমবঙ্গের উত্তর দিকের একটি সরু ভূখণ্ড। শিলিগুড়ি শহরের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের আটটি রাজ্যের সঙ্গে জুড়ে রাখে। একাধারে ভৌগোলিক, রাজনৈতিক এবং জাতীয় নিরাপত্তার দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চল। মাত্র ৬০ কিমি লম্বা এবং ২১ কিমি চওড়া হওয়ার জন্যই এই জায়গাটির নাম চিকেনস নেক। একদিকে বাংলাদেশ এবং নেপাল সীমান্ত আর অন্যদিকে চিন এবং ভুটান, ভৌগোলিক দিক দিয়ে এই জায়গাটির অবস্থান তাৎপর্যপূর্ণ হওয়ায় অনুপ্রবেশ রুখতে সবসময়ই এখানে সক্রিয় থাকে কেন্দ্রীয় সেনা।

What is india chicken's neck and why it is important

কেন এত গুরুত্বপূর্ণ: এবার প্রশ্ন হচ্ছে, কেন এই চিকেনস নেক এত গুরুত্বপূর্ণ ভারতের (India) জন্য? জানিয়ে রাখি, এই অঞ্চলের মধ্যে দিয়েই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এবং রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। পাশাপাশি ভারতীয় সেনার সরবরাহ এবং জওয়ান মোতায়েনের জন্য এই চিকেনস নেকই ভরসা। তাই কোনও কারণে এই পথ যদি অবরুদ্ধ হয়ে যায় তবে দেশের মূল ভূখণ্ডের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

আরও পড়ুন : বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান, প্রয়াত খালেদা জিয়া, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদির

বিকল্প রাস্তা কী: সরকার অবশ্য ইতিমধ্যেই চিকেনস নেক এর বিকল্প পথ খোঁজা শুরু করে দিয়েছে। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রোজেক্টকে। উল্লেখ্য এই প্রোজেক্টের মাধ্যমে কলকাতা বন্দর থেকে মায়ানমারের সিত্তে বন্দর হয়ে কালাদান নদী পার করে সোজা সড়ক পথে মিজোরাম পর্যন্ত যাওয়া যাবে।

আরও পড়ুন : শীঘ্রই আসতে পারে সুখবর! নতুন বছরের শুরুতেই বাড়বে DA, বকেয়ার কি হবে? জানুন

চিকেনস নেক (Chicken’s Neck) নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে মূলত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর। পাকিস্তান এবং চিনের সঙ্গে স্পষ্টতই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনূস সরকার। পালটা চিকেনস নেকে তিনটি মিলিটারি বেস গঠন করে বাংলাদেশকে হুঁশিয়ারি দিতে প্রস্তুত ভারত সরকার। পাশাপাশি উত্তর দিনাজপুরেও চোপড়ায় তৈরি হচ্ছে বেস।