বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরে একাধিক বার মুখোমুখি সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে পারমাণবিক শক্তিধর বিভিন্ন দেশকে। ভারত (India)-পাকিস্তান থেকে ইজরায়েল-ইরান, পরমাণু শক্তিতে বলীয়ান দেশগুলির সংঘাতে ফিরে ফিরে এসেছে ‘ব্রহ্মাস্ত্র’ ব্যবহারের হুমকি। একথা কারোরই অজানা নয় যে বর্তমানে বিশ্বের শক্তিধর দেশগুলি পরমাণু অস্ত্রের প্রতি বিশেষ ভাবে বিনিয়োগ করছে। প্রকাশ্যে এবং গোপনে চলছে পরমাণু শক্তি বৃদ্ধি। কোন দেশ এই খাতে কতটা ব্যয় করেছে, কতটা খরচ বৃদ্ধি হয়েছে সব মিলিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের তরফে।
পরমাণু শক্তির নিরিখে ভারতের (India) থেকে এগিয়ে আমেরিকা
২০২৪ সালে পরমাণু শক্তির পেছনে কোন দেশ কত খরচ করেছে তা নিয়ে প্রকাশ করা হয়েছে একটি প্রতিবেদন। সেখানে জানানো হয়েছে, খরচের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একাই ৫৬.৮ বিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা যা অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলির মোট সমষ্টির থেকেও বেশি। পাশাপাশি ২০২৩ সালের থেকে এই খাতে ব্যয় ৫.৩ বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের স্থান কত নম্বরে: এরপরেই রয়েছে চিনের নাম। ১২.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে এই প্রতিবেশী দেশ। দ্বিতীয় স্থানের পর ১০.৪ বিলিয়ন ডলার ব্যয় করে তিন নম্বরে রয়েছে যুক্তরাজ্য। খরচের নিরিখে একটু পিছিয়ে থাকলেও কার্যত যুক্তরাজ্যের খরচের পরিমাণে পার্থক্য সবথেকে বেশি।। ২০২৩ এর তুলনায় তাদের ব্যয় বৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ। ব্যয় বৃদ্ধির নিরিখে পাকিস্তান রয়েছে এরপরেই। ১৮ শতাংশ ব্যয় তারা বাড়িয়েছে পরমাণু শক্তির জন্য। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছর অন্তত ২৬ টি বেসরকারি সংস্থা এই খাতে ৪৩.৫ বিলিয়ন ডলার আয় করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে লবিংও করেছে ১২৮ মিলিয়ন ডলার ব্যয় করে।
আরও পড়ুন : এতকিছুর পরেও আটকানো গেল না ছবি মুক্তি, এই তারিখেই পর্দায় আসছে ফাওয়াদের ‘আবির গুলাল’!
কত খরচ করেছে ভারত: রিপোর্টে উল্লেখ, এক বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পেছনে খরচ রাষ্ট্রসঙ্ঘের মোট বার্ষিক বাজেটের ২৮ গুণ বেশি হয়ে গিয়েছে। ২০২৩ সালের থেকে ১১ শতাংশ বেড়ে পরমাণু অস্ত্রের পেছনে ব্যয় (India) ছাড়িয়ে গিয়েছে ১০০ বিলিয়ন ডলার!
আরও পড়ুন : দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলায় ‘দুর্গা অঙ্গন’, হয়ে গেল সিদ্ধান্ত, কোথায় তৈরি হবে?
ওই রিপোর্টে ভারতের (India) স্থান রয়েছে ৬ নম্বরে। মোট ২.৬ বিলিয়ন ডলার খরচ করেছে দেশ। তবে দেশের মোট প্রতিরক্ষা বাজেটের তা মাত্র ৩ শতাংশ। তার জেরেই বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ভারত। মূলত ডিআরডিও, ভারত ডায়নামিক্স লিমিটেডের মতো সংস্থার মাধ্যমে হয়েছে এই ব্যয়।