মেসিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখা করবেন প্রধানমন্ত্রী, দিল্লিতে লিওর হোটেলের এক রাতের ভাড়া কত জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ‘গোট ইন্ডিয়া ট্যুর’ এর চতুর্থ পর্বে লিওনেল মেসি (Lionel Messi) আজ, সোমবার নয়া দিল্লিতে পা রেখেছেন ফুটবলের রাজপুত্র। শনিবার কলকাতায় লজ্জাজনক সূচনার পর হায়দ্রাবাদ এবং মুম্বাইতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইভেন্ট। এবার পালা রাজধানী শহরের। এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নেমেছেন আর্জেন্টিনীয় তারকা। সারাদিনে কী কী কর্মকাণ্ড রয়েছে?

মেসির (Lionel Messi) হোটেলের এক রাতের ভাড়া কত

চাণক্যপুরীর লীলা প্যালেস হোটেলে রয়েছেন লিও মেসি ও তাঁর সঙ্গীরা। বিলাসবহুল হোটেলটির একটি গোটা ফ্লোর বুকড শুধুমাত্র মহাতারকার জন্য। জানা যাচ্ছে হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে রয়েছেন তিনি, যার এক রাতের ভাড়া শুনলে চোখ উঠবে কপালে। সূত্রের খবর অনুযায়ী, সুইটের একদিনের ভাড়া শুরুই হচ্ছে ৩.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত।

What is Lionel Messi hotel room one night fare

থাকছে মিট অ্যান্ড গ্রিটের ব্যবস্থা: দিল্লিতে মেসির সফর ঘিরে জারি করা নিরাপত্তা তারকা সম্পর্কিত কোনও তথ্য যাতে বাইরে প্রকাশ না পায় তার জন্য কড়া নির্দেশ দেওয়া রয়েছে হোটেল কর্মীদের। তবে হোটেলের ভেতরে এসে মেসির সঙ্গে দেখা করার ব্যবস্থা থাকছে। জানা যাচ্ছে, মেসির (Lionel Messi) জন্য একটি বিশেষ রুদ্ধদ্বার মিট এন্ড গ্রিট প্রোগ্রামের ব্যবস্থা থাকছে। সূত্রের খবর, কয়েকটি কর্পোরেট গোষ্ঠী মেসির সঙ্গে সাক্ষাৎ, হাত মেলানোর জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করেছে।

আরও পড়ুন : কোভিডে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসকদের পরিবার পাবে ৫০ লক্ষ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

কারা আসবেন দেখা করতে: দিল্লিতে হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ রয়েছে মেসির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কয়েকজন সাংসদ সহ কিছু ভারতীয় খেলোয়াড়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন এল এম ১০ (Lionel Messi)। জানা যাচ্ছে, ক্রিকেটারদের পাশাপাশি অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের পদকজয়ীরাও থাকবেন। আরও জানা যাচ্ছে, হিটম্যান রোহিত শর্মা, প্যারা অলিম্পিক জ্যাভলিন থ্রোতে সোনাজয়ী সুমিত আন্তিল, বক্সার নিখাত জারিন, হাই জাম্পার নিশাদ কুমারের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা করবেন মেসি।

আরও পড়ুন : কমছে চালের পরিমাণ, আগামী বছর থেকেই বড়সড় রদবদল, রেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের

তিন দিনের ট্যুরের আজই শেষ দিন। ১৩ তারিখ কলকাতা দিয়েই শুরু হয়েছিল মেসির ভারত সফর। কিন্তু যুবভারতীতে চূড়ান্ত লজ্জাজনক পরিস্থিতি বিশ্বের কাছে মাথা হেঁট করেছে বাংলার। যদিও পরবর্তীতে হায়দ্রাবাদ এবং মুম্বাই মহাসমারোহেই স্বাগত জানিয়েছে ফুটবলের রাজপুত্রকে। এবার শেষধাপে অরুন জেটলি স্টেডিয়ামের দিকে নজর থাকবে দেশবাসীর।