নিরাপত্তার নিরিখে ৬৬ তম স্থানে ভারত, চমকে দেবে পাকিস্তানের রিপোর্ট! কত নম্বরে বাংলাদেশ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বজুড়ে এখন সময় বড়ই অশান্ত। প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির খবর। ভারত (India) পাকিস্তানের মধ্যেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল মাস কয়েক আগে। উপরন্তু সন্ত্রাসবাদ, অপরাধের মাত্রাও বিভিন্ন জায়গায় বাড়ছে পাল্লা দিয়ে। এমতাবস্থায় নিরাপত্তার সন্ধানে কোথায় যাবে মানুষ? বর্তমানে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশ কোনটা জানেন?

নিরাপত্তার নিরিখে ভারত (India) সহ অন্যান্য দেশের তালিকা

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাম্বিও সেফটি ইনডেক্স। নিরাপত্তার দিক দিয়ে কোন দেশ কত নম্বরে রয়েছে তা উঠে এসেছে এই সমীক্ষায়। বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে হয়েছিল এই সমীক্ষায়। রিপোর্টে কারা কারা সন্তোষজনক ফল করল? সমীক্ষা বলছে, এশীয় দেশগুলি তুলনামূলক ভালো ফল করেছে।

What is Pakistan and Bangladesh rank in safety after India

কত নম্বরে রয়েছে পাকিস্তান: তালিকার প্রথম পাঁচেই জায়গা করে নিয়েছে এশিয়ার ৪ টি দেশ। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, তাইওয়ান এবং ওমান। তালিকায় ৬৬ তম স্থানে রয়েছে ভারত (India)। সবথেকে বিস্ময়কর ব্যাপার হল, ভারতের (India) ঠিক উপরেই ৬৫ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশের স্থান অনেকটাই নীচে, ১২৬ নম্বরে।

আরও পড়ুন : ভারতীয় রেলের বেনজির উদ্যোগ, সাধারণের এন্ট্রিই নেই, নতুন পোর্টালে কারা কাটতে পারবেন টিকিট?

সবথেকে নিরাপদ দেশ কোনটা: ভারতের (India) আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার স্থান তালিকায় ৫৯ তম। ব্রিটেন রয়েছে ৮৭ তম স্থানে। অন্যদিকে ৮৯ তম স্থানে জায়গা করে নিয়েছে আমেরিকা। এই তালিকার শীর্ষে বিশ্বের সবথেকে নিরাপদ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ অ্যান্ডোরা। রিপোর্ট বলছে, তালিকার উপরের দিকে যে দেশগুলি রয়েছে তাদের অপরাধের হার সবথেকে কম।

আরও পড়ুন : ‘নিষিদ্ধ’ যৌনতার প্রতি ঝোঁক বাচ্চাদের, সম্মতির বয়স কমিয়ে ১৬-তে আনার পক্ষে আবেদন সুপ্রিম কোর্টে

এই তালিকায় ১৪৪ তম স্থানে রয়েছে ভারতের (India) আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তান। তারও পরে তালিকার সবথেকে নীচে জায়গা পেয়েছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা। যদিও মূলত ব্যবহারকারীদের তথ্যের উপরে ভিত্তি করেই এই সমীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে, তাই সরকারি রিপোর্টের সঙ্গে এই সূচকের পার্থক্য থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।