‘মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই’, সৌরভের ‘বিতর্কিত’ প্রতিক্রিয়ায় মোক্ষম খোঁচা তরুণজ্যোতির

Published on:

Published on:

What is Tarunjyoti Tiwari's reaction to Sourav Ganguly's controversial response?

বাংলা হান্ট ডেস্ক: ২ নভেম্বর, ২০২৫; ভারতের ক্রিকেটের ইতিহাসে এক চিরস্মরণীয় দিন হয়ে থাকল। কারণ, ওই দিনই ভারতের মেয়েরা প্রথমবার ODI বিশ্বকাপ জিতে খেলার দুনিয়ায় শুরু করল এক নয়া অধ্যায়ের। আর সেই কারণেই ভারতের প্রত্যেক ক্রিকেট সমর্থকের কাছে রবিবারের রাতটা মনের মণিকোঠায় থেকে যাবে। বিশ্বকাপ জয়ের পর একদিকে যেখানে ভারতের মহিলা ক্রিকেট দল শুভেচ্ছার জোয়ারে ভাসছে অপরদিকে সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ট্রোলড হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সমালোচনার সম্মুখীন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly):

মূলত, সৌরভের (Sourav Ganguly) একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর একটি প্রতিক্রিয়া উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে সমালোচনাও। ক্রীড়া অনুরাগীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশও সৌরভের ওই প্রতিক্রিয়াকে মেনে নিতে পারেননি।

কী বলেছিলেন সৌরভ: জানিয়ে রাখি যে, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁর ওই সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে জানান মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। তাঁর এই বক্তব্যই তুমুল সমালোচিত হচ্ছে। এমনকি সৌরভ তাঁর কন্যা সানাকেও ক্রিকেট খেলা থেকে বিরত রাখবেন বলে জানান ওই সাক্ষাৎকারে। তিনি বলেন, “আমি আমার মেয়ের সানাকেও ক্রিকেট খেলতে বারণ করব। কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই।”

আরও পড়ুন: RCB-র ঘটনা দিয়েছে শিক্ষা! ভারতের মহিলা দলের ভিক্ট্রি প্যারেড নিয়ে কী পরিকল্পনা BCCI-র?

তবে, সৌরভ (Sourav Ganguly) এহেন প্রতিক্রিয়া দিলেও ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পর তিনি নেটমাধ্যমে তাঁদের শুভকামনা জানান। তাঁর সেই পোস্টটিও সামনে এনে সমালোচকরা সৌরভকে তাঁর পুরনো প্রতিক্রিয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। এদিকে, ইতিমধ্যেই আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও সৌরভের ওই প্রতিক্রিয়ার কটাক্ষ করে করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বড় ঘোষণা করল BCCI! ভারতের মহিলা ক্রিকেট দল পাবে কত কোটি টাকা?

যেখানে, সৌরভকে (Sourav Ganguly) ওই বিতর্কিত প্রতিক্রিয়া দিতে দেখা যায়। তবে, ওই পোস্টে সৌরভের সাক্ষাৎকারের বিষয়টির পাশাপাশি তরুণজ্যোতি বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ছবি এবং বাঙালি বিশ্বকাপজয়ী খেলোয়াড় রিচা ঘোষের প্রসঙ্গ উপস্থাপিত করেন। এছাড়াও, ক্যাপশনে তিনি লেখেন, “কালকে ভারতের মেয়েরা সপাটে দিয়েছে… আওয়াজটা অনেকদিন শোনা যাবে।” ইতিমধ্যেই তরুণজ্যোতির এই পোস্টটিও সাড়া ফেলেছে নেটমাধ্যমে।