পর্দায় দুই স্বামীর টানাপোড়েন, বাস্তবে এখনও স্কুলের গণ্ডিই পেরোননি! বয়স কত ‘লাজু’ সাইনার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার ‘কনে দেখা আলো’তে পা রেখেছেন সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। গ্রামের সহজ সরল অথচ সাহসী মেয়ে লাজবন্তীর চরিত্রে খুব কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা এত কম বয়সে ছোটপর্দায় এমন ছাপ ফেলেছেন যে তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শকরা।

প্রথম থেকেই দর্শকদের মন জয় করেছেন সাইনা (Saina Chatterjee)

এটা অবশ্য তাঁর প্রথম সিরিয়াল নয়। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে স্বল্প সময়ে অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকে এবার সোজা মুখ্য চরিত্রে সুযোগ। কিন্তু জানলে অবাক হবেন, এখনও কিন্তু স্কুলের গণ্ডিই পেরোননি সাইনা (Saina Chatterjee)। মাত্র ১৫ বছর বয়স তাঁর। তবে অভিনয়ের ইচ্ছাটা ছিল আরও ছোট থেকেই। যদিও মেগা সিরিয়ালে অভিনয় করতে গিয়ে পড়াশোনার দিকে একটুও ঢিলেমি দেওয়ার মেয়ে নন তিনি।

What is the age of serial actress saina chatterjee

কোন ক্লাসে পড়েন সাইনা: এই মুহূর্তে ক্লাস টেনে পড়েন সাইনা। তবে একদিকে শুটিংয়ের চাপ, অন্যদিকে পড়াশোনা, সব মিলিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন পর্দার লাজবন্তী। তাই মেয়ের জন্য হোমস্কুলিং এর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্তা। IGCSEs বোর্ডে পড়াশোনা করছেন সাইনা (Saina Chatterjee)। পড়াশোনার ভালোই চাপ রয়েছে তাঁর। আগামী ফেব্রুয়ারি মাসেই রয়েছে তাঁর বোর্ডের পরীক্ষা। তাই বাধ্য হয়ে বইখাতা নিয়ে শুটিং সেটেই হাজির সাইনা।

আরও পড়ুন : বাড়ল সাম্মানিক, সঙ্গে অতিরিক্ত সুবিধা, SIR-এর কাজে কী কী খরচ পাবেন বিএলওরা?

সেটেও চলছে পড়াশোনা: সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন সাইনা। সেখানে দেখা যাচ্ছে, বই খাতা আর ট্যাব নিয়ে পড়াশোনায় ব্যস্ত তিনি। লাজবন্তীর সাজে শুটিং সেটে বসেই পড়াশোনা করতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে সাইনা (Saina Chatterjee) লিখেছেন, ‘লাজবন্তী চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আমাদের জীবন সমান্তরালে চলছে। যেমন একই সঙ্গে খবরের কাগজে নাম উঠছে আর এখন পরীক্ষার জ্বর চেপেছে’।

আরও পড়ুন : মরশুমের শেষলগ্নে বিরাট লাভ, জালে উঠল চওড়া পেটির পেল্লাই রাজা ইলিশ! দাম শুনলে চমকাবেন

১৪ ঘন্টা শুটিং করতে হয় সাইনাকে। এর মাঝে পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই মেয়ের ইচ্ছাতেই তাঁকে হোমস্কুলিং এর ব্যবস্থা করে দিয়েছেন সংযুক্তা। সঙ্গে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয়ও চুটিয়ে করছেন সাইনা।