দোল আর হোলির মধ্যে রয়েছে অনেক পার্থক্য, যা জানেন না ৯৯% বাঙালিই

বাংলাহান্ট ডেস্ক : আজ হোলি (Holi)। গতকাল ছিল দোল পূর্ণিমা (Dol Yatra)। রঙের উৎসবে এই দুই দিন মাতোয়ারা হয়েছে সবাই। দোল এবং হোলি এক অর্থে ব্যবহৃত হলেও দুটো বিষয় কিন্তু এক নয়। ভগবান বিষ্ণুর অবতারের সাথে যুক্ত দুটি। তবে একটি যুক্ত শ্রীকৃষ্ণের লীলার সাথে, অন্যটি যুক্ত নৃসিংহ দেবের সাথে। বাংলায় রঙের উৎসব দোলযাত্রা বা দোল পূর্ণিমা নামে পরিচিত। তবে এই রঙের উৎসবকে ভারতের অন্যান্য জায়গায় বলা হয় হোলি।

ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ উৎসব আয়োজন ও পালনের আঙ্গিক এক হলেও বুৎপত্তিগত দিক থেকেই হোলি এবং দোল আদতে আলাদা আলাদা দুটি উৎসব। রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনীর উপর ভিত্তি করে পালিত হয় দোলযাত্রা। শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান হিসেবে জগদ্বিখ্যাত বৃন্দাবনে ১৬ দিন ধরে এই দোল উৎসব পালিত হয়। নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপুর বধ হওয়ার যে পৌরাণিক কাহিনী আছে তার উপর ভিত্তি করে পালন করা হয় হোলি।

উল্লেখ্য শ্রীকৃষ্ণ এবং নৃসিংহ দুজনেই ভগবান বিষ্ণুর অবতার। হিন্দু পঞ্জিকা অনুযায়ী দোল উৎসব পালন করা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা রাতের পরের দিন। ধারণা করা হয় এই দিন রাধা ও তাঁর সখীরা মেতে উঠেছিলেন রং খেলায়। এই দিন কৃষ্ণ রাধার মুখে লাগিয়ে দেন ফুলের কুঁড়ির রং। মনে করা হয় এই দিনই কৃষ্ণ তার প্রেম নিবেদন করেছিলেন রাধাকে। উল্লেখ্য এই দিনই আবার হিন্দু বঙ্গ সমাজে পালিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগরে এই তিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

22 03 2021 holi 21485735

 

অন্যদিকে রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিলেন প্রহ্লাদ। দৈত্যকূলের মধ্যে প্রহ্লাদ একমাত্র বিষ্ণু ভক্ত ছিলেন। পুত্রের বিষ্ণুভক্তি দেখে ছেলেকে বধ করার চেষ্টা করেন হিরণ্যকশিপু। এই কাজে হিরণ্যকশিপুকে তার বোন হোলিকা সাহায্য করেছিলেন। হোলিকা প্রহ্লাদকে মারার জন্য আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে গেলেও হোলিকা সেই আগুনে পুড়ে মারা যায়। এর ফলে জয় হয় শুভ শক্তির। এই দিনটিকে তাই পালন করা হয় হোলি হিসাবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর