বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা থাকাকে কেন্দ্র করে বিতর্ক বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। ওইদিনের জন্য কোনও পরীক্ষা স্থগিত করা হবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তারপর থেকেই শাসক দলের রোষানলে পড়েছেন তিনি। এমনকি তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন তুলেছেন টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন টিএমসিপি নেতার
এর পালটা উত্তরও দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ভারপ্রাপ্ত উপাচার্য। যদিও ওয়াকিবহাল মহল বলছে, একজন অধ্যাপকের সঙ্গে একজন ছাত্রের শিক্ষাগত যোগ্যতার কোনও তুলনা চলতেই পারে না। উপরন্তু তথ্য বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। হোম সায়েন্স নিয়ে তাঁর পড়াশোনা। স্নাতকে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি।
কী পড়াশোনা করেছেন উপাচার্য: এরপর স্নাতকোত্তর স্তরে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মধ্যে প্রথম স্থান অধিকার করেন শান্তা দত্ত। ফের পান গোল্ড মেডেল। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি করেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত উপাচার্য আরও জানিয়েছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) ‘বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার’ হয়েছিলেন তিনি। ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়েছেন। তাঁর কথায়, তিনিই সম্ভবত বিশ্ববিদ্যালয়ের একমাত্র জীবিত ব্যক্তি যাঁর কাছে ওই বিশ্ববিদ্যালয়েরই ৬ টি মেডেল রয়েছে।
আরও পড়ুন : বড়পর্দায় ‘হোক কলরব’, যাদবপুরের আন্দোলন নিয়ে রাজের ছবি? মুখ খুললেন পরিচালক
অভিরূপের শিক্ষাগত যোগ্যতা: তাঁর কর্মজীবনও দীর্ঘ। হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকেছেন ২ বছর, ৩ বারের ডিন, ইউজি বোর্ডের চেয়ারম্যান পদে থেকেছেন ২০ বছর, পিজি বোর্ডে ৩ বছর, আইসিসি বোর্ডে প্রিসাইডিং অফিসারও থেকেছেন দীর্ঘ ৮ বছর। অন্যদিকে টিএমসিপি সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা বলছে, আইএসসিতে ৬৯ শতাংশ নিয়ে পাশ করেন তিনি। এরপর বিদ্যাসাগর কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক পাশ। বালিগঞ্জ সায়েন্স কলেজে হিউম্যান রাইটস নিয়ে স্নাতকোত্তর পাশ করেন অভিরূপ। পেয়েছিলেন ফার্স্ট ক্লাস। বর্তমানে পিএইচডির জন্য আবেদন করেছেন তিনি।
আরও পড়ুন : আড়াই হাজার কোটি টাকা খরচ করে ফেরানো হচ্ছে হাসিনাকে? বিষ্ফোরক দাবি ঘিরে সরগরম বাংলাদেশ
প্রসঙ্গত, ২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা ফেলা নিয়েই যাবতীয় বিতর্ক। পরীক্ষার দিন বদল করতে বলে শিক্ষা দফতর চিঠিও দিয়েছিল বিশ্ববিদ্যালয়কে (Calcutta University)। কিন্তু বৈঠক শেষে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সিন্ডিকেট স্পেশ্যাল সেক্রেটারি। কিন্তু কয়েকজন ছাত্রের জন্য এত বিপুল সংখ্যক ছাত্রদের সমস্যায় ফেলা সম্ভব নয়। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী চাইলে ‘কেয়ারটেকার’ ভিসিকে সরাতে পারতেন। রাজ্যপাল উপাচার্যকে যেহেতু বিশেষ স্নেহ করেন, তাই তিনি সেই স্নেহকে মান্যতা দিয়েছেন। অন্যদিকে টিএমসিপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উপাচার্যকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ২৮ অগাস্টের পর ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বলে শাসানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।