তিনদিন ধরে একটানা পতন সোনার দামে, আজ ১ গ্রাম হলুদ ধাতুর দর কত রয়েছে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মাত্রা ছাড়া উর্দ্ধগতির পর অবশেষে কিছুটা স্বস্তি সোনার দামে (Gold Price)। পরপর তিনদিন কমল সোনার দাম। গত ২৫ শে জুলাই একধাক্কায় অনেকটাই দাম কমেছিল হলুদ ধাতুর। গত কাল, ২৬ শে জুলাইও সোনার দামে বেশ কিছুটা পতন দেখা গিয়েছিল। আজ রবিবার, ২৭ শে জুলাই ধারা বজায় রেখে খানিকটা কমল দাম। আজ কলকাতায় কত করে চলছে সোনার দর (Gold Price)?

আজ কত রয়েছে কলকাতায় সোনার দাম (Gold Price)?

আজ ২৭ শে জুলাই, রবিবার কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার বার কিনতে গেলে খরচ পড়বে প্রতি গ্রামে ৯,৮৪০ টাকা অর্থাৎ ১০ গ্রামে দাম পড়বে ৯৮ হাজার ৪০০ টাকা! ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা (Gold Price) কিনতে গেলে দাম পড়বে ১ গ্রাম ৯,৮৯০ টাকা অর্থাৎ ১০ গ্রামে ৯৮ হাজার ৯০০ টাকা।

What is the gold price today on Sunday

গয়না সোনার দর কত: অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা (Gold Price) অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা কিনতে গেলে দাম পড়বে গ্রাম প্রতি ৯,৪০০ টাকা। অর্থাৎ ৯৪ হাজার টাকা ১০ গ্রামের জন্য। খুচরো রূপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ১ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকা। উল্লেখ্য, এই সব দামই (Gold Price) কিন্তু কর ছাড়া। অর্থাৎ বাজারে সোনা কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং গয়না তৈরির ক্ষেত্রে মজুরির চার্জ।

আরও পড়ুন : চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ অচৈতন্য তরুণীকে! এই রাজ্যের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা

কিছুটা স্বস্তি মধ্যবিত্তের: একাধিক কারণে সোনার দামে ওঠানামা অব্যাহত। তবে সাম্প্রতিক সময়ে কার্যত মাত্রাতিরিক্ত হারে বেড়েছিল হলুদ ধাতুর দাম (Gold Price)। মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গিয়েছে দামের বাড়বাড়ন্তে। বিশেষ করে বিয়ের মরশুমে এত দাম বেড়ে যাওয়ার জেরে অনেকেই পড়ছেন সমস্যার মুখে। তবে এবার দাম কিছুটা কমায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা।

আরও পড়ুন : মাত্র ১২ বছর বয়সে বাড়িছাড়া, একাধিক মামলায় ১৫ বছরের জেল! সিনেমাকেও হার মানাবে ‘মাওবাদী’ শোভার কাহিনি

সাম্প্রতিক গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে সোনার দামের (Gold Price) বাড় বৃদ্ধি দেখে বিনিয়োগকারীরাও ক্ষতির আশঙ্কায় পিছিয়ে আসছেন। রিপোর্ট বলছে, বর্তমান রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে ঝুঁকি কমলেই ফের নামতে শুরু করতে পারে সোনার দাম। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তি বাড়লে, ট্রেজারি ইল্ড বৃদ্ধি পেলে ফের কমতে পারে সোনার দাম।