বাংলাহান্ট ডেস্ক : ফের গুরুতর ঘটনা ঘটে গেল মেট্রোতে (Dakkhineshwar Metro Station)। যাত্রী পরিষেবায় বিঘ্ন, মেট্রো চলাচলে ব্যাঘাতের পর এবার রক্তারক্তি কাণ্ড হল দক্ষিণেশ্বর স্টেশনে। সহপাঠীর ছুরির আঘাতে খুন হতে হল বাগবাজার বয়েজ স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াকে। শুক্রবার দুপুরে সহপাঠীর ছুরির কোপে প্রাণ গেল ছাত্রের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakkhineshwar Metro Station)।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakkhineshwar Metro Station) খুন একাদশ শ্রেণির ছাত্র
জানা গিয়েছে, রোজ নির্দিষ্ট সময়েই স্কুল থেকে বাড়িতে ফিরে আসে একাদশ শ্রেণির ওই ছাত্র। শুক্রবার তেমনটা হয়নি। হঠাৎ করেই আসে ছেলের বন্ধুর ফোন। বলা হয়, ওই ছাত্রের শরীর খারাপ, সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আসতে। ছাত্রের পরিবার সেখানে পৌঁছে দেখেন ততক্ষণে সব শেষ। কী ঘটেছিল এদিন?
কী ঘটেছিল সেখানে: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর তিনটের আশেপাশে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন (Dakkhineshwar Metro Station) বেশ ফাঁকাই ছিল। হঠাৎ টিকিট কাউন্টারের সামনে সংঘর্ষে জড়ায় দু দল স্কুল ছাত্র। আচমকাই কেউ কিছু বুঝে ওঠার আগে তাদের মধ্যে একজন ছাত্র ব্যাগ থেকে একটি ছুরি বের করে ওই ছাত্রের গলায় চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্র।
আরও পড়ুন : ক্যাম্পাসে আদৌ চলে নজরদারি? ‘অনুমতি ছিল না…’, ছাত্রী মৃত্যুর ঘটনায় বিষ্ফোরক স্বীকারোক্তি সহ উপাচার্যের
কী জানাচ্ছেন আত্মীয়রা: তুমুল চিৎকার চেঁচামেচি শুনে রেল পুলিশ, আরপিএফ সহ কয়েকজন যাত্রীও ছুটে যান সেদিকে। দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। মৃত ছাত্রের আত্মীয়দের তরফে জানা গিয়েছে, কোনোদিন কারোর সঙ্গে ঝুটঝামেলা ছিল না, ভালো ছেলে। কীভাবে কী ঘটে গেল তা বুঝে উঠতে পারছেন না কেউ।
আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে উপচে পড়া ভিড়, এবার হাওড়া থেকেও ছাড়বে এসি লোকাল! এই রুট নিয়ে জল্পনা তুঙ্গে
এদিকে প্রশ্ন উঠছে মেট্রো স্টেশনের (Dakkhineshwar Metro Station) নিরাপত্তা নিয়ে। অভিযোগ উঠছে, স্টেশনের মূল প্রবেশ দ্বার থেকে টিকিট চেকিংয়ের আগে পর্যন্ত ব্যাগ চেক করার কোনও ব্যবস্থা নেই। টিকিট কাটার পর ভেতরে ঢুকেই ব্যাগ চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু মূল প্রবেশ দ্বার থেকে টিকিট কাউন্টার (Dakkhineshwar Metro Station) পর্যন্ত কেন কোনও নিরাপত্তারক্ষী বা আরপিএফ ছিল না? টিকিট কাউন্টারেও কি কেউ ছিলেন না? উঠছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ দেখে এখনও পর্যন্ত তিনজনকে শণাক্ত করে আটক করা হয়েছে। প্রণয়ঘটিত কারণেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বরানগরের তৃণমূল কাউন্সিলর বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন তিনি।