ঠাকুর পরিবারের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক, রবীন্দ্রনাথের বংশধর শর্মিলা-পুত্র সইফ আলি খান?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা তথা হিন্দি বিনোদন জগতের অতি জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাবড় খ্যাতনামা পরিচালকদের নায়িকা হয়েছেন তিনি। অভিনয় করেছেন প্রথম সারির নায়কদের সঙ্গে। তবে শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে এক বিশেষ যোগসূত্র রয়েছে, তা কি জানেন?

রবীন্দ্রনাথের সঙ্গে কীভাবে যুক্ত শর্মিলা (Sharmila Tagore)?

বাংলার মেয়ে বলিউডে গিয়ে পতৌদির নবাব পরিবারের বধূ হন। হিন্দি ইন্ডাস্ট্রির বেগম সাহেবা শর্মিলা (Sharmila Tagore)। তবে আভিজাত্য বহু আগে থেকেই জুড়ে ছিল তাঁর পরিবারের সঙ্গে। জানলে অবাক হবেন, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে অভিনেত্রীর। রবিঠাকুরের সঙ্গে কীভাবে জুড়ে রয়েছে শর্মিলার (Sharmila Tagore) নাম?

What is the relation between sharmila tagore and rabindranath tagore

ঠাকুর পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক: আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন শর্মিলার (Sharmila Tagore) পরিবার। বলা যায়, লতায় পাতায় সম্পর্ক। জানা যায়, রবীন্দ্রনাথের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি লতিকা দেবীর মেয়ে ছিলেন ইরা দেবী। তাঁর আবার বিয়ে হয় গীতিন্দ্রনাথের সঙ্গে। এই গীতিন্দ্রনাথ এবং ইরা দেবী হলেন শর্মিলার (Sharmila Tagore) বাবা মা। অর্থাৎ মায়ের সূত্রে ঠাকুর বাড়ির সঙ্গে যুক্ত অভিনেত্রী।

আরো পড়ুন: ছবি-গান দুটোই ব্লকবাস্টার, শারদীয়ার পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কাঁপাল ‘বহুরূপী’র ডাকাতিয়া বাঁশি

পুরনো ছবি শেয়ার করেন সাবা: শর্মিলার (Sharmila Tagore) কন্যা সাবা আলি খান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই পরিবারের নানান অজানা অদেখা স্মৃতি তুলে ধরেন তিনি। সাবাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একটি ছবি। সেখানে দেখা গিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে দাঁড়িয়ে রয়েছেন ইরা দেবী। ছবিটি শেয়ার করে পরিচয় দিয়ে সাবা লিখেছিলেন, ইনি তাঁর দিদা। তাঁকে ‘লালদিদি’ বলে ডাকতেন তাঁরা ছোটবেলায়।

আরো পড়ুন: এ কেমন স্বাধীনতা! তীব্র সঙ্কটের সম্মুখীন ‘নতুন’ বাংলাদেশ, চাকরি হারানোর আশঙ্কায় ৫৪ লক্ষ মানুষ

সরাসরি না হলেও, ঠাকুর পরিবারের সঙ্গে যোগ রয়েছে শর্মিলার। রক্তের সম্পর্ক রয়েছে দুই পরিবারের। সেই হিসেবে সইফ আলি খান এবং তাঁর পরবর্তী প্রজন্মের সঙ্গেও এই যোগসূত্র রয়েছে বলা যায়। তবে সইফকে কখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। তবে বাড়িতে বাঙালিয়ানা যে যথেষ্ট বজায় রেখেছেন শর্মিলা, সে কথা জানিয়েছিলেন অভিনেতা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X