বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই ধনতেরাস । এই একটি দিন উচ্চবিত্ত মধ্যবিত্ত নির্বিশেষে অনেকেই চেষ্টা করেন সোনা (Gold Price) রূপো ঘরে আনার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের (Dhanteras) দিন সোনা রূপোর মতো মূল্যবান ধাতু কিনলে পরিবারে সমৃদ্ধি আসে। কিন্তু এবছর সোনার (Gold Price) দাম দেখে পিলে চমকানোর জোগাড় সকলের। লাখের গণ্ডি আগেই পার করেছে সোনা। রূপোও চড়ার দিকে। এমতাবস্থায় ধনতেরাসে (Dhanteras) হলুদ ধাতুর বাজার কেমন?
ধনতেরাসের আগে ব্যস্ত সোনার (Gold Price) কারিগররা
মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সোনার (Gold Price) কাজের শিল্পীরা এখন চূড়ান্ত ব্যস্ত। সোনার উপরে বিভিন্ন ধরণের ডিজাইন ফুটিয়ে তুলছেন তারা। কালীপুজো পর্যন্ত এই সোনার কাজ নিয়ে তারা ব্যস্ত থাকবেন বলে জানান কারিগররা। বর্তমানে ১০ গ্রাম সোনার (Gold Price) দাম কলকাতার বাজারে চলছে ১ লক্ষ ১৫ হাজার টাকারও বেশি। কিন্তু তাতে কি সোনার কেনাকাটায় কোনও প্রভাব পড়েছে?
চাহিদা বিভিন্ন ডিজাইনের: কারিগররা জানান, চড়া দাম সত্ত্বেও এবছরও সোনার চাহিদা তুঙ্গে। মহিলাদের সোনার (Gold Price) প্রতি আকর্ষণ বরাবরের। গলার চোকার থেকে শাঁখা এবং পলা বাঁধানোর বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হচ্ছে। ছোট ছোট সোনার গয়নার (Dhanteras) ডিজাইনগুলিরও বেশ চাহিদা রয়েছে। অন্যদিকে পুরুষদের মধ্যে রয়েছে মুম্বই চেন, গোট চেনের চাহিদা।
রয়েছে রূপোর চাহিদাও: কারিগররা আরও জানান, এবছর সোনার (Gold Price) সঙ্গে সঙ্গে রূপোরও প্রচুর চাহিদা রয়েছে। রূপোর শোপিস, ছোট ছোট ঠাকুরের বিগ্রহ আনা হয়েছে ধনতেরাসের বাজারে। তবে বড় বড় দোকানগুলির জন্য ছোট দোকানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান কারিগররা।
আরও পড়ুন : ১ কেজিরও বেশি ওজনের চওড়া পেটির ইলিশ উঠল জালে! শীত ঢোকার আগেই রূপোলি শষ্যে বাজার বোঝাই
মূলত ধনতেরাসের দিন বা তার আগের দিন কেনা হয় সোনা (Gold Price) রূপো। হলুদ ধাতু কেনার আগে ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়া উচিত। সাধারণত সোনার গয়না ২২ ক্যারেটের হয় আর হিরে বা পাথর বসানো গয়না হয় ১৮ ক্যারেটের।