নামমাত্র ভাড়ায় এসি লোকালে চেপে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, প্রকাশ্যে এল ট্রেনের টাইমটেবিল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই বড় উপহার পেতে চলেছে বঙ্গবাসী। শিয়ালদহ রুটে চালু হয়ে যাচ্ছে আরও এক এসি লোকাল ট্রেন (AC Local Train)। কিছুদিন আগেই পথচলা শুরু করেছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল। এবার সেইসঙ্গে যুক্ত হতে চলেছে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল (AC Local Train)। কবে কবে চলবে এই ট্রেন?

চালু হচ্ছে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন (AC Local Train)

আগামী শুক্রবার থেকেই চালু হতে চলেছে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন (AC Local Train)। শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। চলবে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত চালানো হবে এই ট্রেন (AC Local Train)। তবে রবিবার এই এসি লোকালের পরিষেবা মিলবে না।

What is the timetable of sealdah-krishnanagar ac local train

কত টাকা পড়বে ভাড়া: ইতিমধ্যে ভাড়াও প্রকাশ করা হয়েছে এই ট্রেনের (AC Local Train)। শিয়ালদহ থেকে বিধাননগর এবং দমদম পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। বেলঘড়িয়া যেতে লাগবে ৪০ টাকা, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর যেতে ভাড়া লাগবে ৬০ টাকা। এই এসি লোকালে শ্যামনগর যেতে ভাড়া পড়বে ৮৫ টাকা। নৈহাটি পর্যন্ত ভাড়া রয়েছে ৯০ টাকা।

আরও পড়ুন : ১২ বছরের হিন্দু মেয়েকে জোর করে বিয়ে করে ধর্মান্তকরণ! কান ধরে মৌলবীকে ওঠবোস করালো যোগীর পুলিশ

কখন মিলবে পরিষেবা: কাঁচড়াপাড়া এবং কল্যাণী পর্যন্ত এই ট্রেনের (AC Local Train) ভাড়া ৯৫ টাকা। আবার চাকদহ এবং রানাঘাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০৫ টাকা এবং ১২০ টাকা। আর এই এসি লোকালে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১৪০ টাকা। রেলের তরফে জানানো হয়েছে, সোম থেকে শনি সকাল ৯ টা ৪৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন (AC Local Train)। বেলা ১২ টা ৭ মিনিটে পৌঁছাবে কৃষ্ণনগর। আবার দুপুর ১ টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে দুপুর ৩ টে ৪০ মিনিট নাগাদ পৌঁছাবে শিয়ালদহে।

আরও পড়ুন : ৭ বছর পর টেলিভিশনে ফেরা, জলসার পর্দায় নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

ইতিমধ্যেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল চালু করা হয়েছে। শুক্রবার শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেন চালু করা হবে। জানা যাচ্ছে, ওই ট্রেনের রেক ব্যবহার করেই শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন চালানো হবে।