করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে প্রায় চার মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছিল। আর এই সময়টাতে বন্ধ ছিল খেলাধুলা, বন্ধ ছিল ক্রিকেট। প্রায় চার মাসের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে বাইশগজে ক্রিকেট ফিরেছে। তবে এই সিরিজে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল “বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়।” সম্পূর্ণ বায়ো সিকিয়র পরিবেশে এই সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল।
বায়ো সিকিয়র পরিবেশ বা বায়ো বাবলের নিয়ম ভঙ্গ করায় শাস্তির মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে। আসলে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। সেই কারণে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে কোন প্রকার ত্রুটি রাখতে চাইছে না আইসিসি। আর তাই আসন্ন আইপিএলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে সেটা বলাই বাহুল্য। আইপিএলে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে সঠিক ব্যবস্থা নেওয়ার কারণে বিশেষ বৈঠকে বসতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল, সেই বৈঠকেই ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকটি নিশ্চিত করা হবে।
এই কারণেই ক্রিকেটারদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে বায়ো বাবল। কিন্তু কি এই বায়ো বাবল?
ক্রিকেটারদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি জৈব সুরক্ষা পরিবেশ তৈরি করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ‘বায়ো বাবল।’ এই বায়ো বাবল আসলে এমন একটি পরিবেশ যেখানে পুরোপুরিভাবে স্যানিটাইজার করার পর ক্রিকেটারদের রাখা হয়েছে। এই বায়ো বাবল থেকে ক্রিকেটাররা কোনো ভাবেই বাইরে বেরোতে পারবেন না এবং বাইরে থেকে কেউ তাদের সঙ্গে দেখা করতে পারবে না। এর ফলে ক্রিকেটারদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করা যাবে।