‘আমরাই সংখ্যাগুরু হব,’ ফিরহাদের মন্তব্যে বেজায় চটলেন মমতা! ফের ব্যাকফুটে ববি

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটি মন্তব্য ঘিরে বিস্তর বিতর্ক হয়েছে। ববি বলেছিলেন, সর্বশক্তিমানের কৃপা থাকলে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। বিরোধীরা মেরুকরণের অভিযোগে সরব। তবে তৃণমূল (Trinamool Congress) শিবির কী ভাবছে?

  • ফিরহাদের (Firhad Hakim) সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্যে খুশি নন তৃণমূল নেত্রী!

সম্প্রতি এক সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ববি বলেন, ‘বাংলায় আমরা ৩৩ শতাংশ। তবে সম্পূর্ণ ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, আমাদের ওপর যদি সর্বশক্তিমানের কৃপা থাকে, তাহলে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই ইচ্ছা তথা নির্দেশকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব’।

ফিরহাদের (Firhad Hakim) এই বক্তব্যে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই তিনি সেকথা ববিকে জানিয়েছেন। জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের কথায়, ববি যে মন্তব্য করেছেন, তাতে দলের অনুমোদন নেই। তাঁর বক্তব্য দলের নীতি, অবস্থানের সঙ্গে সম্পর্কিত নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘ওকে কোরান পড়তে বলব’! ফিরহাদের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের

এদিকে এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিতেই রাজ্যের পুরমন্ত্রী বলেন, ‘আমি একজন ভারতীয় ও ধর্মনিরপেক্ষ মানুষ। মৃত্যুর দিন অবধি আমি ধর্মনিরপেক্ষই থাকব’। তবে তৃণমূলের অন্দর থেকে এই নিয়ে নানান প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

ডেবরার তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর সমাজমাধ্যমে মন্তব্য করেন, ‘জিন্দেজি লম্বি নহি, বড়ি হোনি চাহিয়ে, হুজুর হাকিমজি! সংখ্যা নয়, গুণমান চাই। পাঁচ বাচ্চা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সব্জিওয়ালা, হকার, পরিযায়ী শ্রমিক না হয়ে দু’বাচ্চা চিকিৎসক, শিক্ষক, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি?’

Firhad Hakim

তৃণমূলের আরেক হুমায়ুন কবীর (Humayun Kabir) তথা ভরতপুরের জোড়াফুল বিধায়ক আবার বলেন, ‘‘হাকিম সাহেবের বক্তব্য শুনেছি। এসব বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। উনি বলতে চেয়েছেন, এই রাজ্যে মুসলিম সমাজের মানুষরা সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠতায় চলে আসব। ওকে আমি কোরান পড়তে বলব। সম্পূর্ণ বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক শব্দে যেমন উনি বিশ্বকে সৃষ্টি করতে পারেন, তেমনই এক শব্দে বিশ্ব শেষ করতে পারেন’।

ফিরহাদের (Firhad Hakim) মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে আলোচনা থামানোর জন্য রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আবার বলেন, ‘এদের দু’জনকেই আমি বলব, সম্পূর্ণ বক্তব্যটা শুনুন। শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অগ্রসর হওয়া নিয়ে উনি বলেছেন। সেই প্রসঙ্গে ওই কথা বলা হয়েছে। উনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। বিরধীরা বিকৃত প্রচার করছেন। এই সময়ে যাতে বিরোধীরা সুযোগ পায় এমন কিছু বলবেন না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর