বদলে ফেলেছিলেন বাবার দেওয়া পরিচয়, নুসরত-পতি যশের আসল নামটা জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) পরিচয় যতটা না তাঁর অভিনয় দিয়ে, তার থেকে বেশি নুসরত জাহানের স্বামী হিসেবে। অভিনেত্রীর বর্তমান সঙ্গী যশ এবং তাঁর এক মাত্র সন্তান ঈশানের বাবা। অবশ্য খুব শীঘ্রই টলিউড ছেড়ে বলিউড অভিনেতা হতে চলেছেন তিনি।

ছোটপর্দায় সিরিয়াল দিয়ে উত্থান যশের। একটা সিরিয়াল থেকেই অরণ্য সিংহ রায় হিসেবে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল বাংলা জুড়ে। তারপরেই টলিউডে পা রাখেন তিনি। নুসরত জাহান, মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের সঙ্গে কাজ করেছেন যশ। তবে সাফল্য পাননি সেই অর্থে।

yash dasgupta

২০২০ সাল বদলে দেয় তাঁর জীবন। নুসরতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হতেই চর্চায় উঠে আসেন যশ। সুযোগ বুঝে তিনি যোগ দেন বিজেপিতেও। ভোটে জিততে না পারলেও অভিনেত্রীর মন জিততে কার্যকর হয়েছিলেন তিনি। দীর্ঘ বিতর্কের পর প্রথম সন্তান ঈশানের জন্ম দেন নুসরত। পিতৃত্ব স্বীকার করেন যশ। আর তখনই প্রকাশ্যে আসে তাঁর আসল নাম।

না, যশ তাঁর আসল নাম নয়। কলকাতা মিউনিসিপ‍্যালিটি কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট খুললেই দেখা যাবে ঈশানের জন্মনথিতে সদ‍্যোজাতের পুরো নাম রয়েছে ঈশান জে দাশগুপ্ত (Yishaan J Dasgupta)। জন্ম তারিখ ২৬ অগাস্ট ২০২১। মায়ের নাম নুসরত জাহান এবং বাবার নাম দেবাশিস দাশগুপ্ত (Debashish Dasgupta)।

এই তথ্যগুলো প্রকাশ্যে আসার পরেই স্পষ্ট হয়ে যায় সবকিছু। হ্যাঁ যশের আসল নাম দেবাশিস দাশগুপ্ত। উল্লেখ‍্য, একুশের বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়েই জানা গিয়েছিল দেবাশিস দাশগুপ্ত আসলে যশ দাশগুপ্তের নাম। অভিনয় জগতে আসার জন‍্য নাম পরিবর্তন করেন। দেবাশিস বদলে যশ নামে টলিউডে পা রাখেন অভিনেতা।

প্রসঙ্গত, আগামীতে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে যশ নুসরতকে। ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবির পাশাপাশি ‘শিকার’ ছবিতেও দেখা যাবে তাঁদের। অন্যদিকে যশ আগামীতে বলিউডে ডেবিউ করতে চলেছেন। ‘ইয়ারিয়া ২’ ছবির হাত ধরে অভিষেক করতে চলেছেন তিনি।

X