বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী মোদীর চিন সফর নিয়ে এবার ভারতের (India-China) বিদেশ মন্ত্রক একটি বড় বিবৃতি দিয়েছে। ইতিমধ্যেই বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। ওই বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বিশ্বব্যাপী বিষয় নিয়ে আলোচনা হয়। সন্ত্রাসবাদের মতো বিষয়গুলিতে উভয় দেশ ঐক্যবদ্ধ ছিল। সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়েও ঐক্যমত প্রকাশ করা হয়।
মোদী-জিনপিং (India-China) বৈঠকে কোন কোন বিষয় পেয়েছে গুরুত্ব?
বিদেশ সচিব বলেন যে, উভয় দেশই (India-China) অভিন্ন চিন্তাভাবনাকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে। উভয় দেশের লক্ষ্য পারস্পরিক আস্থা বৃদ্ধি করা। আলোচনার সময়ে এই বিষয়েও একমত হয়েছে যে পার্থক্যগুলিকে বিরোধে পরিণত হতে দেওয়া উচিত নয়। বরং, চ্যালেঞ্জগুলি একসঙ্গে মোকাবিলা করার প্রয়োজন। উভয় নেতাই সমাধান খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য যে, এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল এই দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক।
#WATCH | Tianjin, China: Foreign Secretary Vikram Misri says, “Prime Minister is on a visit to Tianjin for the SCO summit taking place here… Prime Minister’s first engagement this morning was a bilateral meeting with President Xi Jinping of the People’s Republic of China. We… pic.twitter.com/74PR9LSd33
— ANI (@ANI) August 31, 2025
জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিংয়ের (India-China) মধ্যে শেষ বৈঠকটি গত বছরের অক্টোবরে কাজানে সম্পন্ন হয়েছিল। সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছিল। সেখানে উভয়পক্ষই কিছু লক্ষ্য নির্ধারণ করেছিল।
আরও পড়ুন: চেতেশ্বর পূজারা অবসর নিতেই চিঠি পাঠালেন মোদী! দিলেন বিশেষ পরামর্শ
প্রধানমন্ত্রী মোদী জিনপিংকে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন: সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, প্রধানমন্ত্রী মোদী চিনের রাষ্ট্রপতিকে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি জিনপিং আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে (India-China) ধন্যবাদ জানান এবং ভারতের ব্রিকস সভাপতিত্বের জন্য চিনের পূর্ণ সমর্থনের প্রস্তাব দেন। ভারত আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
#WATCH | Tianjin, China: On PM Modi’s bilateral meeting with Chinese President Xi Jinping, Foreign Secretary Vikram Misri says, “PM invited President Xi to the BRIC Summit that India will be hosting in 2026. President Xi thanked Prime Minister for the invitation and offered… pic.twitter.com/RueGQxabcn
— ANI (@ANI) August 31, 2025
আগামীকাল পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক: বিদেশ সচিব বিক্রম মিসরি আরও জানিয়েছেন, যে বিশ্ব বাণিজ্য স্থিতিশীল করার ক্ষেত্রে ভারত ও চিনের (India-China) অর্থনীতির ভূমিকা স্বীকৃত। দুই নেতা আবারও দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি হ্রাস এবং উভয় দিকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সহজতর করার ওপর জোর দিয়েছেন। বিদেশ সচিব বলেন যে আগামীকাল অর্থাৎ সোমবার, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। যেখানে তিনি SCO-র অধীনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতের দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরবেন। তারপরে, তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানা গিয়েছে।