“মলদ্বীপ কোনো দেশের সঙ্গে সংঘাত চায় না”, অবশেষে সুরবদল চিনের “গোলাম” মুইজ্জুর, ভারতকে দিলেন বার্তা

বাংলা হান্ট ডেস্ক: ঋণের ভারে জর্জরিত দ্বীপরাষ্ট্র মলদ্বীপের (Maldives) রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) ভারত (India) সম্পর্কে তাঁর সুর ক্রমশ পাল্টাচ্ছেন। IMF ও বিশ্বব্যাঙ্কের সতর্কতার পর মুইজ্জু জানিয়েছেন, মলদ্বীপ কোনো দেশের সঙ্গে সংঘাত চায় না। শুধু তাই নয়, মুইজ্জু আরও বলেছেন যে, মলদ্বীপ সেই সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় যারা তার সীমানাকে মান্যতা দেয়।

যদিও, এর আগে ভারতের নাম না করে মলদ্বীপের রাষ্ট্রপতি বলেছিলেন যে, তাঁর দেশ কোনো দেশের “ব্যাকইয়ার্ড” নয়। পাশাপাশি, মুইজ্জু তাঁর সর্বশেষ বিবৃতিতে ভারতীয় সেনাদের সম্পর্কেও একটি বিস্ময়কর বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের আলোচনার সময়ে ক্ষোভ দেখানো হলে কোনো ফল দেবে না।

What message did Muizzu give to India

মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু জানান, “এগুলি এমন সমস্যা যা ভালোভাবে আলোচনা করে সমাধান করা যেতে পারে। সবাইকে এটি ভালোভাবে বুঝতে হবে যে, আমাদের দেশ স্বাধীন এবং গণতান্ত্রিক।” তিনি আরও বলেন, রাগ করে কিছু পাওয়া যায় না। ভারতের নাম না করে প্রেসিডেন্ট মুইজ্জু জানান, “আমরা কোনো দেশের সঙ্গে সংঘাত চাই না। আমাদের বিদেশনীতি বন্ধুত্ব, সবার সঙ্গে একসঙ্গে কাজ ও সব দেশের সঙ্গে একসঙ্গে কাজ করার ওপর ভিত্তি করে রয়েছে। যতদিন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করা হবে, ততদিন আমরা শত্রু হতে পারব না। এইরকম কোনো দেশ থাকবে না যার বিরুদ্ধে আমরা বিরোধিতা করব।”

আরও পড়ুন: টাটা গ্রুপ পৌঁছেছে ৩০ লক্ষ কোটিতে! তবুও শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় নেই রতন টাটা, কারণ জানলে গর্ব হবে

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেছেন, মলদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা যেকোনো দেশের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং অর্থনীতিতে উপকারী সহায়তা প্রদান করবেন। সম্প্রতি মলদ্বীপ অভিযোগ করেছিল যে, ভারতীয় উপকূলরক্ষীরা মলদ্বীপের একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়েছিল। এই ঘটনার দিকে ইঙ্গিত করে মুইজ্জু বলেন, “আমরা সেই দেশের প্রতিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব যেই দেশ আমরা ছোট হলেও আমাদের সমতাকে মান্যতা দেয় এবং বিশ্বাস করে যে আমাদের সীমান্ত আমাদের। যেখানে বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারবে না।”

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে অশান্তি-খুনের অভিযোগ! অবশেষে ভাঙর থেকেই গ্রেপ্তার “দোর্দণ্ডপ্রতাপ” আরাবুল

এমতাবস্থায়, সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের কাছে জবাব চেয়েছে মলদ্বীপ। এদিকে, মলদ্বীপের রাষ্ট্রপতির সুর এমন এক সময়ে পরিবর্তিত হয়েছে যখন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন মুইজ্জু সরকারের মন্ত্রীদের কড়া তিরস্কার করেছেন। ইয়ামিন “ইন্ডিয়া আউট” ক্যাম্পেইনের মাস্টারমাইন্ড ছিলেন এবং একসময়ে মুইজ্জুকে ইয়ামিনই এগিয়ে দিয়েছিলেন। কিন্তু, এখন দু’জনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। ইয়ামিনের বর্তমানে কারাদণ্ড চললেও থাকলেও আপাতত তাঁকে তাঁর বাড়িতে রাখা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু ভারতের বিরুদ্ধে তাঁর মৌখিক আক্রমণের জন্য বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়েছেন। এমনকি, মলদ্বীপের অনেকেই বলেছেন যে, রাষ্ট্রপতি মুইজ্জু তাঁর মন্তব্যে যথাযথ কূটনৈতিক নিয়ম অনুসরণ করেননি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর