মন্ত্রীরা বুঝে নিচ্ছেন দায়িত্ব! নিজের কাছে কোন কোন মন্ত্রক রাখলেন প্রধানমন্ত্রী? রইল তালিকা

বাংলা হান্ট ডেস্ক: গত ৪ জুন, ২০২৪-এ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল ঘোষণার পরে দেশে (India) গঠিত হয়েছে এনডিএ সরকার। এমতাবস্থায়, গত রবিবার অর্থাৎ ৯ জুন নরেন্দ্র মোদী (Narendra Modi) তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পাশাপাশি, সেখানে অন্যান্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেছিলেন। এদিকে, সোমবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন এবং মন্ত্রকগুলি ভাগ করে দেন। মন্ত্রক বণ্টনে বিগত সরকারের আভাস দেখা গেছে। শীর্ষ ৪-এর যে মন্ত্রক রয়েছে সেখানে গতবারের মন্ত্রীরাই বহাল রয়েছেন। পাশাপাশি, কিছু মন্ত্রক নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী।

জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী মোদী কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ ও সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়গুলির পাশাপাশি সেই বিভাগগুলিকে ধরে রেখেছেন যেগুলি কোনো মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি।

 What ministries did the Prime Minister keep for himself.

ডঃ জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রী মোদীর সাথে কাজ করবেন: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ডঃ জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রী মোদীর সাথে কাজ করবেন। কারণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী, কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব, পরমাণু শক্তি বিভাগে প্রতিমন্ত্রী এবং মহাকাশ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিভাগই এমন যে সেগুলির দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।

আরও পড়ুন: অদ্ভুত যুদ্ধ! বোম-মিসাইল ছেড়ে শুরু বেলুন নিয়ে আক্রমণ কিম জং উনের, পাল্টা জবাব দক্ষিণ কোরিয়ার

এছাড়া গতবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের কাছে রয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিংকে দেওয়া হয়েছে। একইভাবে বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস. জয়শঙ্কর ও সড়ক পরিবহণ ও মহাসড়কের দায়িত্ব থাকবে নীতিন গড়কড়ির কাছে। পাশাপাশি এবারেও অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকছেন নির্মলা সীতারামন।

আরও পড়ুন: প্রথমবারেই জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত! মোদী মন্ত্রীসভায় এবার বড় চমক, কে পাচ্ছেন কোন দায়িত্ব?

অনুরাগ ঠাকুরের মন্ত্রিত্ব পেয়েছেন চিরাগ পাসওয়ান: এদিকে, মোদী সরকারের মন্ত্রীদের নতুন মুখগুলির মধ্যে রয়েছেন জেপি নাড্ডা। যিনি স্বাস্থ্যের পাশাপাশি রাসায়নিক ও সার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও, শিবরাজ সিং চৌহান কৃষি ও কৃষক কল্যাণের পাশাপাশি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এদিকে, চিরাগ পাসওয়ান ক্রীড়ার পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক এবং মনোহর লাল খট্টরকে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পাশাপাশি জ্বালানি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর