গ্রীষ্মকালে কোন নম্বরে চালানো উচিত ফ্রিজ? না জানলে হু হু করে বাড়বে বিদ্যুতের বিল

বাংলা হান্ট ডেস্ক: রেফ্রিজারেটর (Refrigerator) হল এমনই একটি বৈদ্যুতিক যন্ত্র যেটি বছরের সবসময়ে ব্যবহার করা হয়। যদিও, গ্রীষ্মকালে ফ্রিজের ব্যবহার যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এদিকে, বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। আর সেই কারণেই তীব্র গরমের জেরে কালঘাম ছুটছে সকলের। এই সময়টায় রেফ্রিজারেটরে আইসক্রিম থেকে শুরু করে জুস কিংবা কোল্ড ড্রিংকস থাকে প্রায় প্রতিটি বাড়িতেই। তবে, গ্রীষ্মকালে অনেকেই রেফ্রিজারেটর একদম টপ মোডে ব্যবহার করেন। যেটি আদৌ উচিত নয়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে গ্রীষ্মকালের সঠিকভাবে রেফ্রিজারেটরের ব্যবহারের বিষয়টি উপস্থাপিত করব। পাশাপাশি, সেটি কোন মোডে ব্যবহার করলে আপনি বিদ্যুতের বিল বাঁচাতে পারবেন সেই বিষয়টিও তুলে ধরা হল।

রেফ্রিজারেটরে অনেকগুলি মোড রয়েছে: এখন যে রেফ্রিজারেটরগুলি বাজারে আসছে সেগুলি অত্যন্ত হাইটেক। পাশাপাশি, ওই রেফ্রিজারেটরগুলিতে অনেকগুলি মোড উপলব্ধ থাকে। যেগুলি মূলত, বছরের বিভিন্ন মরশুমের উপযোগী করে দেওয়া থাকে। এমন পরিস্থিতিতে, আপনি গ্রীষ্মকালে রেফ্রিজারেটর সামার মোডে ব্যবহার করতে পারেন। এই মোডের মাধ্যমে রেফ্রিজারেটর দ্রুত শীতল হয় এবং বরফ জমাতে সক্ষম হয়। তবে এই অন্যান্য মোডের তুলনায় সামার মোডে রেফ্রিজারেটর সবসময় ব্যবহার করলে বিদ্যুতের খরচ বৃদ্ধি পায়। আর অনেকেই এই ভুলটাই করেন। যার ফলে শীতকালেও বহু বাড়িতে রেফ্রিজারেটর সামার মোডে থাকে। এমন পরিস্থিতিতে, বৃদ্ধি পায় খরচ।

What mode should the refrigerator be used in summer.

কোন রেফ্রিজারেটর ব্যবহার করা উচিত: বর্তমানে বাজারে আসছে ইনভার্টার রেফ্রিজারেটর। এগুলি সাধারণ রেফ্রিজারেটরের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। আপনি যদি এখন একটি নতুন ফ্রিজ কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আপনার ইনভার্টার ফ্রিজই কেনা উচিত। এর ফলে আপনি বিদ্যুতের খরচ কমাতে পারবেন এবং বিদ্যুতের বিলও কম আসবে।

আরও পড়ুন: সৌদি চাইছেনা পাকিস্তানের শ্রমিক! অসহায় অবস্থা পড়শি দেশের, ভারতের কাছে হেরে যাওয়ার ভয় পাক বিশেষজ্ঞের

সাধারণ রেফ্রিজারেটর কিভাবে ব্যবহার করবেন: তবে, আপনার বাড়িতে যদি একটি সাধারণ রেফ্রিজারেটর থাকে সেক্ষেত্রেও চিন্তা করার কোনো দরকার নেই। কারণ সাধারণ রেফ্রিজারেটরে আপনাকে কুলিং স্পিডের ফিচার্স দেওয়া হয়। এমন পরিস্থিতিতে গ্রীষ্মের মরশুমে হাই থেকে কিছুটা কম রেখে রেফ্রিজারেটর চালাতে পারেন। এর মাধ্যমে আপনার রেফ্রিজারেটরের আয়ু আরও বাড়বে এবং বিদ্যুৎও সাশ্রয় হবে।

আরও পড়ুন: উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী! মুসলিম দেশে রেকর্ড হিন্দু মন্দিরের, ২৭ দিনে দর্শন করলেন ৩.৫ লক্ষ মানুষ

ভুল ধারণা: অনেকেই মনে করেন, রেফ্রিজারেটরের মধ্যে অত্যন্ত নিম্ন তাপমাত্রা থাকলে তার ভেতরে থাকা খাবার সম্পূর্ণ তাজা থাকবে। কিন্তু এমনটা ঘটে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, রেফ্রিজারেটর দ্রুত ঠান্ডা হলে খাবারের ওপর বরফের স্তর এসে পড়ে। যেটি খাবার নষ্ট করে দেয়। এর পাশাপাশি, এতে বিদ্যুতের খরচও বহুগুণ বেড়ে যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর