বাংলাহান্ট ডেস্ক: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই নতুন প্রজন্মের জিএসটি (GST)-র কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তিনি জানিয়েছিলেন এবারের দীপাবলিতে সাধারণ মানুষের জন্য তিনি কর ব্যবস্থা নিয়ে বিশেষ উপহার দিতে চলেছেন। যেমন বলা তেমন কাজ। দেশের কর ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার বড় ঘোষণা করেন মোদী সরকার। এদিন জিএসটি কাউন্সিলের ৫৬ তম বৈঠকের প্রথম দিনে নতুন এই জিএসটি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ ও রাজনাথ সিং সহ বিভিন্ন মন্ত্রীরা।
নতুন জিএসটি নিয়ে সকলের মত (GST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি (GST) সংস্কার নিয়ে এক্স পোস্টে লিখলেন, স্বাধীনতা দিবসের ভাষণেই তিনি যে ঘোষণা করেছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। তিনি জানান, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ভেবে নতুন কর কাঠামো তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে সহজতর করার পাশাপাশি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে এই পদক্ষেপকে সমর্থন করেছে। এর ফলে কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতি, নারী, যুবক এবং বিশেষ করে ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের প্রতিশ্রুতিকে রূপায়িত করার কথা উল্লেখ করে জানান, এবার থেকে জীবনযাত্রায় স্বস্তি ও অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মুক্ত হবে।
During my Independence Day Speech, I had spoken about our intention to bring the Next-Generation reforms in GST.
The Union Government had prepared a detailed proposal for broad-based GST rate rationalisation and process reforms, aimed at ease of living for the common man and…
— Narendra Modi (@narendramodi) September 3, 2025
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবারের জিএসটি (GST) কাউন্সিল বৈঠকে জানান, নতুন দ্বিস্তরীয় কর কাঠামো—৫ এবং ১৮ শতাংশ—অনুমোদিত হয়েছে এবং তা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্য ও জীবনবিমার মতো পরিষেবায় কোনও জিএসটি লাগবে না। পাশাপাশি, বহু প্রয়োজনীয় জিনিসের উপর থেকেও কর কমানো হয়েছে। তাঁর কথায়, এই সংস্কার ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও স্বচ্ছ করবে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে প্রশংসা করে বলেন, মোদিজি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। জিএসটি (GST) হ্রাস ও প্রক্রিয়া সংস্কার দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য বিশাল স্বস্তি। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা করা আরও সহজ হবে। তিনি এই সিদ্ধান্তকে ভারতের জন্য একটি “রূপান্তরকারী পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেন।
PM Shri @narendramodi Ji stands for what he commits.
This historic decision of GST rate cuts and process reforms will bring huge relief to the poor and middle class, while also supporting farmers, MSMEs, women and youth.
By simplifying the system and reducing the burden on… pic.twitter.com/yYVUCOtCvG
— Amit Shah (@AmitShah) September 3, 2025
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোদী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, এই জিএসটি (GST) সংস্কার কেবল জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনবে না, বরং ব্যবসায় সহজতা ও ছোট ব্যবসার ক্ষমতায়ন ঘটাবে। তাঁর মতে, আত্মনির্ভর ভারতের পথে এই পদক্ষেপ এক সাহসী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
The Government of India under the leadership of PM Shri @narendramodi has announced the Next-Gen GST reforms to bring relief across sectors. With tax rates reduced on many important items, this reform will bring ease of living, further strengthen ease of doing business, empower…
— Rajnath Singh (@rajnathsingh) September 3, 2025
অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত সম্রাট চৌধুরী জানান, জিএসটি (GST) হার যুক্তিসঙ্গতকরণের বিষয়ে সব রাজ্য একমত হয়েছে। তাঁর মতে, সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনবে।
রাজনৈতিক মহল এবং অর্থনীতিবিদদের একাংশের মতে, এই নতুন এইচ জিএসটি (GST) সংস্করণের সিদ্ধান্ত মোদী সরকারের দীর্ঘমেয়াদি ভিশনের প্রতিফলন। এতে যেমন ভোক্তাদের আর্থিক চাপ কমবে, তেমনই ছোট ও মাঝারি শিল্পকে শক্তিশালী করে দেশের সামগ্রিক অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাবে। ফলে আসন্ন দিনে ব্যবসা ও জীবনযাত্রা উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।