‘আমরা অভিনয় করছি’, T20 বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের খেলোয়াড়দের মনোভাব জানালেন নাজমুল

Published on:

Published on:

What Najmul Hossain Shanto had to say on the T20 World Cup debate?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর ১ মাসেরও কম সময় বাকি। এদিকে, বাংলাদেশ এই টুর্নামেন্টে আদৌ অংশগ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। মূলত ভারতে নিরাপত্তার কারণ দেখিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড T20 বিশ্বকাপে ভারত থেকে তাদের ম্যাচগুলি স্থানান্তরের দাবি জানিয়েছিল। তবে, রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে, ICC এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে হয় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে নাহলে তারা পয়েন্ট হারাতে পারে। এদিকে, T20 বিশ্বকাপের মতো ICC-র মেগা ইভেন্টের আগে এই বিতর্ক বাংলাদেশের খেলোয়াড়দের বিধ্বস্ত করে তুলেছে। এমতাবস্থায়, বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) বড় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে খেলোয়াড়রা কেবল প্রভাবিত না হওয়ার অভিনয় করছেন।

কী জানিয়েছেন নাজমুল হুসেন শান্ত (Najmul Hossain Shanto)?

আসলে, ICC T20 বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় বাংলাদেশি ক্রিকেটারদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড হুমকি দিয়েছে যে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে না নিলে আসন্ন T20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে।

What Najmul Hossain Shanto had to say on the T20 World Cup debate?

এমতাবস্থায়, গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে নাজমুল বলেন, ‘প্রথমত, যদি আপনারা আমাদের বিশ্বকাপের ফলাফল দেখেন, আমরা কখনোই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলিনি।’ তিনি আরও বলেন ‘গত বছর আমরা ভালো খেলেছি, কিন্তু আরও ভালো সুযোগ ছিল, এবং আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।। কিন্তু, আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে। আমি ৩ টি বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি – এর একটা প্রভাব আছে।’

আরও পড়ুন: নতুন বছরের প্রথম টক্কর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI-তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

নাজমুল জানান, ‘এখন, আমরা এমনভাবে আচরণ করি যেন আমাদের ওপর কোনও প্রভাব ফেলছে না, আমরা সম্পূর্ণ পেশাদার ক্রিকেটার। আপনারাও বুঝতে পারবেন যে আমরা অভিনয় করছি – এটা সহজ নয়। আমি মনে করি খেলোয়াড়রা এখনও সেইসব বিভ্রান্তি দূরে সরিয়ে দলের জন্য ভালো পারফর্ম করার চেষ্টা করে। অবশ্যই, এই জিনিসগুলি না ঘটলে ভালো হত, তবে এটি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

আরও পড়ুন: ভিভিএস লক্ষ্মণের সঙ্গে BCCI-এর রুদ্ধদ্বার বৈঠক! ব্যাপারটা কী?

তিনি বলেন, ‘আমি জানি না এটা কীভাবে ঘটেছে, অথবা কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যেত। তবুও, আমি বলব যে এই ধরণের পরিস্থিতিতে কাজ করাও কঠিন।।যদি আমরা সঠিক মানসিকতা নিয়ে বিশ্বকাপে যাই এবং যেকোনও জায়গায় খেলি, তাহলে আমাদের উচিত দলের জন্য কীভাবে সেরাটা দেওয়া যায় তার ওপর মনোযোগ দেওয়া।’