চতুর্থ টেস্টের আগেই ভারতের ঘুম ওড়ালেন কামিন্স! সামনে আনলেন “মেগা প্ল্যান”, মাথায় হাত রোহিতদের

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ উত্তেজক হয়ে উঠছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম তিন ম্যাচে দুই দলকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এদিকে, আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সম্পন্ন হবে এই সিরিজের চতুর্থ ম্যাচ। তবে, এই ম্যাচের আগে বড় বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। যেটি নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার।

কি জানিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins):

মূলত, এই টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। কামিন্স জানিয়েছেন যে, তিনি এবং মিচেল স্টার্ক মেলবোর্ন এবং সিডনিতে সম্পন্ন হতে চলা আগামী দু’টি টেস্ট ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। অপরদিকে, চোটের সম্মুখীন হওয়া জশ হ্যাজলউডের পরিবর্তে স্কট বোল্যান্ড আবারও অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেনের অংশ হতে পারেন। মূলত, হ্যাজেলউডের অনুপস্থিতিতেই স্টার্ক ও কামিন্সের দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, তৃতীয় টেস্টে খেলা চলাকালীন হ্যাজেলউড কাফ মাসলের টানের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যার ফলে তিনি খেলতে পারেননি। এমতাবস্থায়, কামিন্স (Pat Cummins) ও স্টার্ক বাড়তি দায়িত্ব নিয়েছিলেন এবং তাঁরা সেই দায়িত্ব ভালোভাবে পালন করেন। দীর্ঘ সময়ের জন্য তাঁদের বল করতে হয়েছিল। যদিও, বৃষ্টির বাধার কারণে তাঁরা কিছুটা বিশ্রাম পাচ্ছিলেন।

এদিকে, তৃতীয় ম্যাচ ড্র হওয়ার পর দুই দলই এখন চতুর্থ টেস্ট জিতে সিরিজে লিড নেওয়ার চেষ্টা করবে। বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ ১-১ সমতায় রয়েছেন। ঠিক এই আবহেই কামিন্স (Pat Cummins) বলেছেন যে, এই সিরিজের বাকি ম্যাচগুলি খেলতে তাঁর এবং স্টার্কের কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! চলে এল নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন, এই রুটে হবে ট্রায়াল, চমকে দেবে ১২ টি দুর্ধর্ষ ফিচার্স

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কামিন্স (Pat Cummins) বলেন যে, “কিছুই নিশ্চিত নয়, আমরা এটা দেখবো যে কিভাবে আমরা এগোতে পারি। আমরা সত্যিই ভালো অনুভব করছি। মঙ্গলবার গরম ছিল কিন্তু অ্যাডিলেড টেস্টের পর আমাদের বোলিং থেকে প্রায় সাত দিন ছুটি ছিল। তাই আমরা সতেজ এবং খেলতে প্রস্তুত ছিলাম। বৃষ্টির কারণে আমরা বিশ্রামও নিচ্ছিলাম।”

আরও পড়ুন: বয়স মাত্র ৩১, যুক্ত ছিলেন KKR-এর সাথেও! IPL-এর আগে আচমকাই অবসর নিয়ে ফেললেন এই খেলোয়াড়

উল্লেখ্য যে, সিরিজের বাকি ম্যাচগুলিতে স্টার্ক এবং কামিন্সের (Pat Cummins) মধ্যে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হলে তা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য একটি স্বস্তির বিষয় হতো। কারণ, তাঁরা এখনও পর্যন্ত এই সিরিজে ভারতীয় ব্যাটারদের অনেক সমস্যায় ফেলেছেন। এমতাবস্থায়, সিরিজের বাকি দু’টি ম্যাচেও এই বিপর্যয় অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর