বাংলা হান্ট ডেস্ক: প্রতিমাসের মত আগামী মাস অর্থাৎ অগাস্টের শুরু থেকেই একাধিক নিয়মে পরিবর্তন (Rule Change) হতে চলেছে। যার যারে প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই পরিবর্তিত নিয়মগুলি সম্পর্কে প্রত্যেকেরই জানার প্রয়োজন। মূলত, ক্রেডিট কার্ড থেকে শুরু করে UPI-র নিয়ম, LPG-র দাম সহ একাধিক ক্ষেত্রে ঘটতে চলেছে পরিবর্তন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই ৬ টি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি আগামী ১ অগাস্ট ২০২৫ থেকে পরিবর্তিত হতে চলেছে।
অগাস্ট মাসে একাধিক নিয়মে (Rule Change) পরিবর্তন:
১. LPG-র দামে পরিবর্তন: প্রতিমাসের মতো, আগামী মাসেও LPG বা বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন (Rule Change) হতে পারে। গত ১ জুলাই, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬০ টাকা কমানো হয়েছিল। তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকবার পরিবর্তিত হলেও ঘরোয়া LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তিত হয়নি। এমন পরিস্থিতিতে, অগাস্ট থেকে LPG-র দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
২. CNG, PNG-র দামের পরিবর্তন: উল্লেখ্য যে, তেল কোম্পানিগুলি প্রতি মাসে CNG এবং PNG-র দাম পরিবর্তন করে। কিন্তু, গত এপ্রিল মাসে থেকে এই দামে কোনও পরিবর্তন হয়নি। CNG-PNG-র দামে সর্বশেষ পরিবর্তন হয়েছিল গত ৯ এপ্রিল। তখন মুম্বাইতে CNG-র দাম ছিল ৭৯.৫০/কেজি এবং PNG-র দাম ছিল ৪৯/ইউনিট। ৬ মাসের মধ্যে চতুর্থবারের মতো এই দামে বৃদ্ধি করা হয়।
৩. ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন: SBI Card হোল্ডারদের জন্যও এবার বড় আপডেট (Rule Change) সামনে এসেছে। মূলত, আগামী ১১ অগাস্ট থেকে, SBI একাধিক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে উপলব্ধ ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স কভার বন্ধ করতে চলেছে। এখনও পর্যন্ত, UCO ব্যাঙ্ক থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্ক ,PSB, করুর বৈশ্য ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে SBI কিছু এলিট এবং প্রাইম কার্ডে ১ কোটি টাকা বা ৫০ লক্ষ টাকার কভার প্রদান করত।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশী পেলেন বড় সুযোগ! এবার এই দেশে হবে রানের বৃষ্টি, সূচি ঘোষণা করল BCCI
৪. UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন: আগামী ১ অগাস্ট থেকে UPI সংক্রান্ত একাধিক নতুন নিয়ম কার্যকর (Rule Change) করা হবে। এমতাবস্থায়, আপনি যদি নিয়মিত Paytm, PhonePe, GPay বা অন্য কোনও পেমেন্ট থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন। মূলত, ভালো পেমেন্ট সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একাধিক নিয়ম পরিবর্তন করেছে। NPCI কিছু নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। যা আপনার পেমেন্টকে প্রভাবিত করবে না। যদিও, ব্যালেন্স চেক থেকে শুরু করে স্ট্যাটাস রিফ্রেশ এবং অন্যান্য বিষয়ে সীমা আরোপ করা হয়েছে
* এখন আপনি আপনার UPI অ্যাপ থেকে দিনে মাত্র ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন।
* এখন থেকে আপনি দিনে মাত্র ২৫ বার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন।
* নেটফ্লিক্স বা মিউচুয়াল ফান্ডের কিস্তির মতো অটোপে লেনদেন এখন মাত্র ৩ টি টাইম স্লটে প্রসেস করা হবে।সকাল ১০ টার আগে, দুপুর ১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে এবং রাত ৯:৩০ টার পরে।
* এবার থেকে আপনি দিনে মাত্র ৩ বার ফেল ট্রানজাকশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং প্রতিটি চেকের মধ্যে ৯০ সেকেন্ডের ব্যবধান থাকবে।
আরও পড়ুন: বন্দে ভারতই করছে বাজিমাত! সংসদে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী, যাত্রীদের জন্য মিলল সুখবর
৫. ATF-এর দাম: আগামী ১ অগাস্ট থেকে এয়ার টারবাইন ফুয়েলের (ATF) দামও পরিবর্তিত (Rule Change) হতে পারে। কারণ অয়েল মার্কেটিং কোম্পানিগুলি কেবল LPG-র দামই নয়, বরং মাসের প্রথম দিনে এয়ার টারবাইন ফুয়েলের (ATF মূল্য) দামও পরিবর্তন করে। এই দামের ওঠানামা যাত্রীদের টিকিটের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে।
৬. ব্যাঙ্ক ছুটি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। RBI উইকেন্ড ছাড়া বিভিন্ন উৎসব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেয়।তবে, এই ছুটির দিনগুলি বিভিন্ন স্থানের জন্য বিভিন্ন তারিখে পড়তে পারে। তাই, এই ছুটির তালিকা অবশ্যই মাথায় রেখে ব্যাঙ্কিং কাজকর্ম করতে হবে গ্রাহকদের।