‘মারধর করা হয়েছে… যেখানে খুশি সই করিয়ে নিচ্ছে’! সাজা ঘোষণার আগেই সব ফাঁস করলেন সঞ্জয়?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মামলায় (RG Kar Case) আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত (Sealdah Court)। দুপুর ২:৪৫ মিনিটে তাঁর সাজা ঘোষণা করা হবে। তার আগে ফের একবার আজ বিচারক অনির্বাণ দাসের এজলাসে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন সঞ্জয় (Sanjay Roy)। আবারও তাঁর মুখে উঠে এল রুদ্রাক্ষের প্রসঙ্গ।

শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে কী বললেন সঞ্জয় (RG Kar Case)?

এদিন দুপুর সাড়ে ১২টার কিছু পরে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসে। কমলা ও ছাই রঙা হুডি পরে এজলাসে উপস্থিত হন সঞ্জয়। বিচারক বলেন, ধর্ষণের সময় সঞ্জয় এমন আঘাত করেছেন, যাতে আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরপর তাঁকে নিজের বক্তব্য জানাতে বলেন বিচারক দাস। সেই সময় ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন আরজি-কর দোষী।

সঞ্জয় এদিন বলেন, ‘আমি কোনোটাই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। আগের দিনও বলেছি। অনেক কিছু নষ্ট করা হয়েছে আমি শুনেছি। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমায় মারধর করা হয়েছে। যা যা ইচ্ছা করছে, যেখানে খুশি সই করিয়ে নিচ্ছে’।

আরও পড়ুনঃ হাইকোর্টের দ্বারস্থ প্রতিবাদী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা

এখানেই না থেমে আরজি কর-দোষী (RG Kar Case) আরও বলেন, ‘প্রথমে পুলিশের হাত থেকে এই মামলা সিবিআই নিল। বলা হয়েছিল, জোকাতে আমার মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাবে। তবে সেখান থেকে কমান্ড হাসপাতালের দিকে নিয়ে গেল। ফের শিয়ালদহের হাসপাতালে নিয়ে আসা হল’।

সঞ্জয়ের একের পর এক বক্তব্য শোনার পর বিচারক দাস বলেন, ‘আপনাকে ৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। ওই দিন কী ঘটেছিল, আপনার থেকে ভালো সেটা কেউ জানে না। এখানে আমি বিচার করতে বসেছি। যা যা সাক্ষ্যপ্রমাণ রয়েছে, সব দেখার পর মনে হয়েছে আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক। আগেও তো আপনি আপনার কথা বলেছেন’।

RG Kar case main accused Sanjay Roy sister opens up

সঞ্জয়ের বাড়িতে কে কে আছেন এদিন জানতে চান বিচারক। জবাবে আরজি কর-দোষী বলেন, তাঁর মা রয়েছে। একইসঙ্গে জানান, তাঁর বাড়ি থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। বিচারক দাস সঞ্জয়কে জিজ্ঞেস করেন, নির্দোষ ছাড়া আর কিছু বলতে চান? উত্তরে তিনি শুধু বলেন, ‘আমি যে কাজটা করিনি, তার জন্য আমায় দোষী বলা হচ্ছে’।

এদিন সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয়ের কঠোর সাজার পক্ষে সওয়াল করা হয়। সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবারও। পাল্টা সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ডের বিরোধিতার পক্ষে সওয়াল করেন। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক দাস বলেন, দুপুর ২:৪৫ মিনিটে ফের কোর্ট বসবে। তখনই সাজা ঘোষণা করবে আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর