বাংলা হান্ট ডেস্ক: আগামী বুধবার অর্থাৎ ৯ জুলাই সারা দেশে ৩০ কোটিরও বেশি কর্মচারী ধর্মঘটে (Bharat Bandh) অংশগ্রহণ করবেন। এমতাবস্থায়, আপনি যদি বুধবার ব্যাঙ্ক, পোস্ট অফিস বা বিমা সম্পর্কিত কোনও কাজের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হন। কারণ, ৯ জুলাই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিমা অফিসগুলিতেও কাজ বন্ধ থাকবে। এর পাশাপাশি, কর্মীরা পোস্ট অফিসেও কাজ করবেন না।
ধর্মঘটে (Bharat Bandh) কোন কোন পরিষেবা থাকবে বন্ধ?
৯ জুলাই ভারত বনধ: ৯ জুলাই সমগ্র দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ টি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠন, ব্যাঙ্কিং, বিমা, পোস্টাল, কোল মাইনিং, হাইওয়ে, কন্সট্রাকশন এবং স্টেস্ট ট্রান্সপোর্টের কর্মীরা সকলেই এই ধর্মঘটে (Bharat Bandh) অংশগ্রহণ করবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI), AITUC, HMS, CITU, INTUC, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF এবং UTUC এই ধর্মঘটে অংশগ্রহণ করছে।
৯ জুলাই ভারত বনধ কেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকারি নীতির বিরুদ্ধে ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন জানিয়েছে যে তারা কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতি এবং কর্পোরেট-পন্থী অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে ধর্মঘটে অংশ নেবে। পাশাপাশি, ওই ইউনিয়নটি আরও জানিয়েছে যে, সরকার তাদের দাবি উপেক্ষা করে। কর্পোরেটদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ইউনিয়ন ফোরামের মতে, ২৫ থেকে ৩০ কোটি কর্মচারী এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। তাঁদের পাশাপাশি, কৃষক ও শ্রমিকরাও এই দেশব্যাপী ধর্মঘটে (Bharat Bandh) অংশ নেবেন। কর্মচারী ইউনিয়নগুলি জানিয়েছে যে, তাদের ১৭-দফা দাবি সরকার ক্রমাগত উপেক্ষা করছে।
কোন কোন সেক্টর প্রভাবিত হবে: আগামীকালের ধর্মঘটের কারণে একাধিক সেক্টরের কাজ প্রভাবিত হবে। কর্মচারীদের ধর্মঘটের (Bharat Bandh) কারণে অফিস সংক্রান্ত কাজ বন্ধ থাকবে। এমতাবস্থায়, ৯ জুলাই নিম্নলিখিত সেক্টরগুলিতে কাজ বন্ধ থাকবে:
ব্যাঙ্কিং ও ফাইনান্সিয়াল সেক্টর
পোস্টাল ডিপার্টমেন্ট
কোন মাইনিং এবং ফ্যাক্টরি
স্টেট ট্রান্সপোর্ট
পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস
সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মচারীরাও অংশগ্রহণ করবেন।
এর মানে হল আগামীকাল ব্যাঙ্ক থেকে টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং গ্রাহক পরিষেবার মতো সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে। বিমা কোম্পানিগুলির অফিস বন্ধ (Bharat Bandh) থাকবে। এমন পরিস্থিতিতে, যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ থাকে (যেমন টাকা তোলা, চেক জমা, বা কোনও ডকুমেন্টেশন প্রক্রিয়া) সেক্ষেত্রে ৯ জুলাই তা সম্পন্ন হবে না। তবে ডিজিটাল পরিষেবা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: “ছাতা বেঁধে দেওয়ায়…”, বিতর্কের মাঝেই চোট নিয়ে মুখ খুললেন তারক হেমব্রম, কী জানিয়েছেন চিকিৎসকরা?
কী কী খোলা থাকবে: এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী বুধবার স্কুল থেকে শুরু করে কলেজ, সরকারি অফিস, বাস, রেলপথ, বিমানবন্দর, হাসপাতাল, বাজারের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।এছাড়াও, বেসরকারি অফিস, মল, বাজার ইত্যাদি খোলা থাকবে।